‘রোজ ডে’র দিনে ত্বকে ব্যবহার করুন গোলাপ জল!

গোলাপের পাপড়ির মতো ঠোঁট সবার চাই। কিন্তু ত্বকের যত্নেও যে গোলাপের পাপড়ির প্রয়োজন আছে। গোলাপ জল ত্বকে ব্যবহার করলে আরও কোমল হয়ে ওঠে আপনার ত্বক। গোলাপ জলের অবদান কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন, জেনে নিন-

  1. গোলাপ জল প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। অর্থাৎ এই গোলাপ জলের মধ্যে কোনও রকম রাসায়নিক পদার্থ থাকে না যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। আপনি বাড়িতেই এই গোলাপ জল তৈরি করতে পারেন তাহলে আরও উপকার পাবেন।
  2. ত্বক হাইড্রেট রাখলে ত্বকের অর্ধে‌ক সমস্যা দূর হয়ে যায়। আর ত্বককে সহজেই হাইড্রেট করতে সাহায্য করে গোলাপ জল।
  3. আপনি মেকআপ তুলতে গোলাপ জল ব্যবহার করুন। এতে মেকআপও সহজে উঠে যাবে এবং আপনার ত্বকও ভাল থাকে।
  4. তৈলাক্ত ত্বকের কারণে অনেকেই ব্রণর সমস্যার সম্মুখীন হন। এখানেও রয়েছে গোলাপ জল। গোলাপ জল শুধু মাত্র ত্বকের তৈলাক্ত ভাব দূর করে না, এর পাশাপাশি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যাও দূর করে।
  5. টোনার হিসাবে নিয়মিত ব্যবহার করতে পারেন। কোনও ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন গোলাপ জল।
শেয়ার করতে:

You cannot copy content of this page