মাসের শেষে হাতে টাকা থাকে না! সমাধান আছে মাসের প্রথমের প্ল্যানিংয়ে
মাসের শেষ হয়ে গেলেই আর হাতে টাকা থাকছে না। এই কথা প্রায় সবাই বলে থাকেন। আমরাও বলে থাকি। মাসের শেষে কিছু কেনার কথা ভাবতে হলে কিংবা কোথাও যেতে হলে বা কোনও প্ল্যানিং করার আগে অনেকবার ভাবতে হয়। কারণ, মাসের শেষ মানেই যেন পকেটে টান। আর এই ঘটনা যেন চিরাচরিত, কোনও বদল হয় না।
তাহলে উপায়? আসলে আপনিও জানেন, এই পরিস্থিতি আপনি সহজেই কাটিয়ে উঠতে পারেন যদি সামান্য প্ল্যানিং করে চলেন। কীভাবে প্ল্যান করলে সারা মাস আপনার খরচ একই থাকবে, কীভাবে চলবেন সারা মাস? রইল তার টিপস…
প্রথমেই একটা ফান্ড তৈরি করুন
এটাই হবে আপনার প্রথম কাজ। আপনি যদি একা থাকেন, তবে একার জন্যেও একটি মাসিক ফান্ড তৈরি করে নিন। যদি আপনি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার বেটার হাফের সঙ্গে বসে একটি ফান্ড তৈরি করবেন। পরিমাণ মতো টাকা দুজনে দিয়েই একটি ফান্ড তৈরি হয়ে যাবে। সেই ফান্ডের একাধিক ভাগ থাকতে পারে। অর্থাৎ, এক অংশ দিয়ে হয়তো আপনি মাসের বাজার করলেন। এক অংশ আপনাদের ওষুধের জন্য় এবং এক অংশ দিয়ে সবজি ও মাছ বাজার করা হল। এই ফান্ডের বাইরে কোনও টাকা খরচ হবে না যদি না কোনও এমারজেন্সি হয়।
সঠিক বাজেট প্ল্যান করুন
এই কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সংসারের জন্য একটি মাসিক বাজেট ঠিক করতেই হবে। তার জন্য কী করতে হবে? আপনার সংসারের জন্য সঠিক খরচের একটি হিসেব করে নিতে হবে প্রথমেই। মানে কত টাকা বিদ্যুৎ বিল আসে, কত টাকা জলের বিল, কত টাকাই বা ইন্টারনেটের জন্য দিতে হয়। এই সবই ফিক্সড খরচ। এর পাশাপাশি বাইরে কোথাও খেতে গেলেন কিংবা মাস বাজারের খরচ কত, এই সবের একটি আন্দাজ খরচ প্রথমেই প্ল্যান করে নিতে হবে। সেই বাজেট হবে আপনার সাধ্য মতো। বাজেটই ঠিক করে দেবে এই মাসে আপনার খরচ কেমন হবে। সেই টাকা মাসের প্রথমেই নির্ধারিত থাকবে। এর ফলে দেখবেন মাস চালাতে আর কোনও অসুবিধা হচ্ছে না আপনার।
ক্রেডিট কার্ডের ব্যবহার ইচ্ছেমতো একদম না
ক্রেডিট কার্ড আছে বলেই যখন যেরকম ইচ্ছে ব্যবহার করব এরকম যেন না হয়। ক্রেডিট কার্ডের ব্যবহার করুন প্রয়োজন অনুযায়ী।
প্রতি মাসে এক খরচ নয়
কোনও মাসে হয়তো কম খরচ হতে পারে। অর্থাৎ, আপনার ফান্ডের সম্পূর্ণ টাকা হয়তো খরচ হল না আবার এরকমও হতে পারে যে, ফান্ডের টাকায় মাসের খরচ কুলিয়ে গেল। কিন্তু সব মাসে তো একইরকম খরচ হয় না। হয়তো কোনও বড় পার্টির আয়োজন করেছেন, তার জন্য় আপনাকে সাশ্রয়ী হতেই হবে। চেষ্টা করবেন, সাশ্রয়ী হয়ে খরচ করার। যাতে আপনার পার্টির খরচ ফান্ডের মধ্যেই হয়ে যায়।
ইএমআই যেন বোঝা হয়ে না দাঁড়ায়
মধ্যবিত্ত সংসারে অনেক জিনিসই ইএমআই-তে নিয়ে নিই আমরা। আমাদের জন্য ভাল যেন এটাই। একসঙ্গে অনেক টাকা খরচ করতে হয় না। কিন্তু তাই বলে এরকম যেন না হয় ইএমআই দিতে দিতে আপনার সব টাকা খরচ না হয়ে যায়। ইএমআই যেন আপনার বোঝা হয়ে না দাঁড়ায়।