সিক্রেট সান্টার বেশে বাইকারস গ্রুপ
তৃতীয়পক্ষ ওয়েব- দুরন্ত গতির সঙ্গে আপোষ করতে ভালোবাসে তারা। হাওয়ায় দু চাকা উড়িয়ে যেন টেক অফ করতে ভালোবাসে। ২৫ শে ডিসেম্বরের রাত তাঁদের কাছে অন্যরকম। সান্টার মতো বেশ নেই, তবে সিক্রেট সান্টার সেই টুপির জায়গায় আছে হেলমেট। সান্টার ঝোলা নেই, তবে সঙ্গে আছে শীতের পোশাক, খাবার, কেক, কম্বল।
২৫ শে ডিসেম্বর রাইডার্স কমিউনিটিকে দেখা গেল চেনা ছন্দ থেকে একটু হটকে কিছু কাজ করতে।
গতি যাঁদের প্যাশন, দু চাকায় যাঁদের জড়িয়ে থাকে নিঃশ্বাস। পায়ের তলায় সর্ষে নিয়েই যারা জন্মেছিল। তাঁদের দেখতে পাওয়া গেল শীতের বস্ত্র বিতরণ করতে। একাধিক ক্লাবের সমন্বয়ে এদিন কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় শীত বস্ত্র।
বড়দিনের এই স্পেশাল মুহুর্তে যারা ছিলেন এই উদ্যোগে, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, মোটো সাফায়ার, বংকারস অন হুইলস, টিম গিয়ার হেডস কলকাতা, টিম হিউমর রাইডারস, টিম সাউথ কলকাতা রাইডার্স ক্লাব, টিম ভ্যাগাবন্ড রাইডার্স, টিম বেঙ্গল হুইলস, বি বি এম সি, বেঙ্গল টাইগার হেডস এবং টিম হাইওয়ে সিক্রেটস।
রাইডার্সদের এই উদ্যোগকে অনেকেই অভিবাদন জানিয়েছেন, জানিয়েছেন কুর্নিশ। বড়দিনের সিক্রেট সান্টাদের দল ভারি হোক, তাঁদের উদ্যমী আয়োজন আরও অনেক অনেক এগিয়ে যাক। এমনটাই জানালেন উদ্যমী ফাউন্ডেশনের সদস্যরা। আসল কথা হল মানুষের মুখে হাসি ফোটানো, সিক্রেট সান্টা এভাবেই উইশ পুরো করুক সবার।
ছবি এবং তথ্য সৌজন্য– Riders Community Of Bengal (RCB), Uddami India Foundation