shuvendu

প্রকাশ্য সভা থেকে অভিষেকের বিরুদ্ধে সতর্কবাণী শুভেন্দুর

তৃতীয়পক্ষ ওয়েব- বুধবার আরও তথ্য সামনে আনব, তৈরি থাকুন। এমনটাই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই যে এমনটা বললেন রাজনৈতিক মহল জল্পনা করছে এটাই।

প্রসঙ্গত, গত বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলে আক্রমণ বিরোধী দলনেতার। এদিন ফের একবার অভিষেককে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি।

বিভিন্ন ইস্যুতে বর্তমান রাজনৈতিক মাঠ সরগরম। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা, আবার অন্যদিকে সম্প্রতি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এর মধ্যেই বর্তমানে ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিজেপি সরকারকে আক্রমণ করে একের পর এক কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার পাল্টা জবাব দিয়ে বসলেন শুভেন্দু।

অভিষেকের বিরুদ্ধে গতকাল শুভেন্দু অধিকারী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতি প্রকাশ করেছি অতীতে। তৈরি থাকুন, বুধবার আরও এক তথ্য সামনে আনব।”

সম্প্রতি টুইট করে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বেনজির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এক অনুষ্ঠানে অভিষেকের উপস্থিতিকে কেন্দ্র করে শুভেন্দু লেখেন, ‘ভাইপোর ছেলের জন্মদিনে বিপুল আয়োজন করা হয়েছে। ৫০০ জন পুলিশ কর্মী, ডগ এবং বোম স্কোয়াড, মেটাল ডিটেক্টর নিয়ে হোটেলে অনুষ্ঠান করা হচ্ছে।”

তবে পরবর্তীতে শুভেন্দুকে বিঁধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই কারণেই একটি অনুষ্ঠান হচ্ছিল। উনি এটাকে অভিষেকের ছেলের জন্মদিন বলে মিথ্যাচার করছেন। এখন দেখার কোন রহস্যের উদঘাটন করছেন শুভেন্দু অধিকারী।

শেয়ার করতে:

You cannot copy content of this page