তৈরি হল গ্রিন করিডর, অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল হাসপাতালে
তৃতীয়পক্ষ ওয়েব- প্রসঙ্গত গতকাল রাত থেকে পরিস্থিতির অবনতি হওয়ার দরুণ বর্ষীয়ান সংগীত শিল্পীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তার জন্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিন লেক গার্ডেন্সের বাড়ি থেকে গ্রিন করি়ডোরের মাধ্যমকে দুপুর ১টা ২০ নাগাদ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। গতকাল করোনা পরীক্ষা করা হয় বর্ষীয়ান গায়িকার, তবে এখনও সেই রিপোর্ট হাতে আসেনি।
আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন গায়িকার পরিবারকে, এবং এরপরেই কোনওরকম সময় নষ্ট না করে সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির কথা জানান। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। গায়িকার পরিবার সূত্রে পাওয়া খবর, রাত থেকেই খাওয়া-দাওয়া করেননি শিল্পী। বেড়ে যাচ্ছিল জ্বর। পরিস্থিতির অবনতি দেখেই হাসপাতালে ভর্তি করে চিকিত্সার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ রয়েছে।
অন্যদিকে গতকাল বাড়িতে পড়ে যান বর্ষীয়ান গায়িকা। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মোদী সরকারের তরফ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়ার কথা জানানো হয়েছিল, তবে সেই সম্মান প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।