Single Use Plastic Ban : ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক

তৃতীয়পক্ষ ওয়েব- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে ২৮ জুন এক নোটিশে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে। ইতিমধ্য়েই রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একাধিক কড়া বিধি লাগু হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার। যার ফলে এখন থেকে আর এই বস্তুর উৎপাদন, রফতানি, মজুত, বিপনন, বিক্রি কিছু করা যাবে না। বাজার থেকে হারিয়ে যেতে চলেছে বেলুনে ব্যবহৃত কাঠি, সিগারেটের প্যাকেট, প্লাস্টিকের থালা-বাটি-গ্লাস, মিস্টির বাক্স-সহ একাধিক জিনিস।

গোটা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও ১ জুলাই থেকে এই নিয়ম চালু হচ্ছে। কলকাতার পাশাপাশি এই ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচার চালানো হবে দমদম, হাওড়া, বিধাননগর-সহ একাধিক পুরসভা অ়ঞ্চলে। ইতিমধ্যে বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন এলাকার পুরসভার কর্তারা। এছাড়া সচেতনতা বাড়াতে কাজে লাগানো হচ্ছে পড়ুয়াদেরও। পুরসভা সূত্রে পাওয়া খবর, প্রথমে সতর্ক করা হবে, এরপর এই বিধি না মানলে কড়া জরিমানা করা হবে।

১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হলে কানাডার পর ভারত হবে দ্বিতীয় দেশ, যারা গোটা দেশব্যাপী সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page