বলিরেখা দূর করতে ডাল-কা-তড়কা(প্যাক)
ত্বকের যত্ন নিতে বাজার চলতি নতুন নতুন প্রোডাক্ট তো কখনও ঘরোয়া টোটকা মেনে চলি আমরা সকলে। এতেও ত্বকের নানান সমস্যা লেগেই আছে। কখনও ব্রণ, তো কখনও কালো ছোপ, কখনও চুলকানি ভাব লেগেই রয়েছে। ত্বকের যত্নে কম-বেশি প্রায় সকলেই কখনও না কখনও মুসুর ডাল বেটে লাগিয়েছেন। আজকের টোটকা রইল মুগ ডালের।
- সারা রাত মুগ ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন। এবার সেই মুগ ডালের সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে চুলকানি ভাব অনুভূত হয় যাঁদের, তারা এই দই ও ডালের প্যাক লাগাতে পারেন।
- ত্বক উজ্জ্বল করতে মুগ ডাল ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানিয়ে লাগান। মুগ ডাল ভিজিয়ে রাখার পর, বেটে নিন। এবার সেই মুগ ডালের সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে ফর্সা। এর সঙ্গে দূর হবে যে কোনও কালো ছোপ।
- ডিমের কুসুম ও মুগ ডাল দিয়ে তৈরি প্যাক ত্বকে পুষ্টি জোগানোর সঙ্গে সকল দাগ-ছোপ দূর করে। মুগ ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর বেটে নিন। তার সঙ্গে মেশান ডিমের কুসুম। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে এই প্যাকের গুণে।
- একটি পাত্রে দুধ নিন। মুগ ডাল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। বেটে নিয়ে মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। একদিন অন্তর ব্যবহার করুন এই প্যাক। এতে ত্বক উজ্জ্বল হবে। বলিরেখা কমবে।