skin care

মরশুম বদলে যত্ন নিন ত্বকের

রূপকথা- অক্টোবরের শেষ মানেই হিমেল হাওয়ার চোরা টান শরীরে ছুঁয়ে যাওয়া। সারাদিন রোদের তাপে বোঝা না গেলেও, শেষ রাতে টের পাওয়া যায় তার অস্তিত্ব। মরশুম বদলের এই সময়টায় ত্বকের দরকার বিশেষ যত্ন, আর তার মূল কথাই হল ভরপুর আর্দ্রতার জোগান দেওয়া। এই হেমন্তে ত্বককে যত বেশি আর্দ্র রাখতে পারবেন, আপনার ত্বক ততই তারুণ্যে উজ্জ্বল থাকবে।

মেনে চলুন এই নিয়ম-

  • গরম কালে জেল বেসড ক্লিনজার আদর্শ হলেও অপেক্ষাকৃত ঠান্ডা মরশুমে তা মোটেই কার্যকর নয়। আর এই সময়টায় বাতাস ত্বক থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়, তাই ক্রিম বেসড ক্লিনজারই বেশি উপযুক্ত কারণ এতে ক্লিনজিং ও এক্সফোলিয়েশনের সময় ত্বকে কিছুটা আর্দ্রতা থেকে যেতে পারে।
  • মরশুম বদলের সময় ত্বকের প্রয়োজন পরিপূর্ণ আর্দ্রতা। তাই প্রতিবার মুখ ধোওয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার মাখুন। শুধু সেটিই নয়, ত্বকে শুকনো টানভাব হচ্ছে মনে হলেই ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। ত্বকের ধরনের দেখে বেছে নিন আপনার সঠিক ময়শ্চারাইজারটি।
  • ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, যাই ব্যবহার করুন না কেন, নিজের ত্বকের ধরন সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। যে কোনও নতুন প্রডাক্ট ব্যবহারের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওমেগা ফ্যাটি অ্যাসিড আর সবুজ শাকসবজি আপনার ত্বককে রাখবে তরতাজা।
শেয়ার করতে:

You cannot copy content of this page