ফের কি ব্যাট হাতে নামছেন মহারাজ?

তৃতীয়পক্ষ ওয়েব-  ফের কি বাইশ গজে দেখা যেতে চলেছে মহারাজকে? হ্যাঁ এরকম এক গুঞ্জন এখন চারদিকে।  তবে, এটা কোনও বিজ্ঞাপন বা শ্যুটিং নয়, সত্যি সত্যি মাঠে নেমে ব্যাট হাতে খেলবেন মহারাজ। আর সেই খেলা দেখার জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করবে গোটা ক্রিকেট বিশ্ব, সেটাই স্বাভাবিক।

নিজস্ব ক্রিকেট কেরিয়ারে ভারতীয় দলের হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন BCCI সভাপতি। তাঁর খেলা এখনো পর্যন্ত আপামর ক্রিকেট প্রেমীর মনে গেঁথে রয়েছে, আর এর মধ্যে তিনি যদি আবারও ব্যাট হাতে মাঠে নেমে ময়দান কাঁপান, অগণিত ক্রিকেট ভক্তরা যে কতটা আনন্দিত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তবে এটি কোনও চমকে দেওয়া খবর নয়, সত্যি সত্যি ক্রিকেটে ফিরছেন মহারাজ। তিনি একটি প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে মাঠে নামবেন। ডিসেম্বর-এর ৩ তারিখ BCCI-র বার্ষিক সভার ঠিক আগের দিন কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানেই দাদা আবার ব্যাট হাতে মাঠে নেমে ময়দান কাঁপাবেন। এই প্রদর্শনী ম্যাচ ঘিরে মহারাজের অনুরাগীদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে।

আগামী রবিবার ২ বছর পর করোনাকে উপেক্ষা করে আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের শেষ টি-২০ ম্যাচ। BCCI সভাপতির শহরে এই ম্যাচ হওয়ায়, চলছে জোরকদমে প্রস্তুতি।

মহারাজ নিজেই ম্যাচের প্রস্তুতি দেখে নিতে ইডেনে হাজির রয়েছেন। ইডেন কর্তৃপক্ষ এই করোনাকে দর্শকদের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুটি ম্যাচে ভারত জয়লাভ করে নিলেও, শেষ ম্যাচের গুরুত্ব কিন্তু কম নয়। তার কারণ, শেষ ম্যাচটি ভারতের সেই শহরে হতে চলেছে, যেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা সবথেকে বেশি বললেও খারাপ হবে না।

শেয়ার করতে:

You cannot copy content of this page