SSC Case: ফের পিছোল শুনানি, ঝুলে রইল প্রাথমিক চাকরির সুপারিশ

SSC Case: ফের পিছোল শুনানি, ঝুলে রইল প্রাথমিক চাকরির সুপারিশ

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ  ফের পিছিয়ে গেল প্রাথমিক ২০২২ সালের নিয়োগ মামলার সুপ্রিম কোর্টের শুনানি ।

আগামী ২ সপ্তাহ পর শুরু হওয়ার কথা ছিল এই মামলার শুনানি। আজ সোমবার বিচারপতি নরসিংহ এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার (SSC Case)শুনানি ছিল। এই নিয়োগ প্রক্রিয়া এখন কোন জায়গায় রয়েছে তা জানাতে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক পর্ষদকে। এখনও পর্যন্ত পুরো বিষয়টি সামনে আসেনি।

প্রায় ১১,৭৫৮ টি  শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল। যার মধ্যে এখনও পর্যন্ত ৯,৫৩৩ পদে নিয়োগ করা হয়েছে। তবে বাকি রয়েছে আরও ২,৮০০টি শূন্যপদ। কারা যোগ্য এই পদের জন্য, সে নিয়েই শুনানি ছিল সোমবার। শুনানিতে আদালত জানতে চেয়েছিল, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে? তার একটি হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে। এর পাশাপাশি মামলার আবেদনকারীদের তিনটি শ্রেণিতে পৃথকীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page