SSC: যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করল না বোর্ড! রাতভর বিক্ষোভের ডাক

SSC: যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করল না বোর্ড! রাতভর বিক্ষোভের ডাক

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ আচার্য সদনের সামনেই চেয়ারম্যান সিদ্ধার্থকে ঘেরাও করবেন চাকরিহারারা! বৈঠকে মিলল না কোনো সুরাহা। প্রকাশিত হল না যোগ্য-অযোগ্যর তালিকা। এসএসসি ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়লেন ‘যোগ্য’ চাকরিহারারা। “আমাদের সম্মান নিয়ে ছেলেখেলা চলবে না। ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে।” বললেন তাঁরা। 

কিছুদিন আগেই শীর্ষ আদালতের রায়ে হঠাৎ চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যোগ্য-অযোগ্য বাছাই নিয়ে বিস্তর জলঘোলা। চাকরি বাতিলের নির্দেশের পর থেকেই চাকরিহারাদের এক অংশের দাবি, যোগ্য-অযোগ্য কারা, সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চাকরিহারাদের প্রতিনিধিরা। সেখানেই আশ্বাস মেলে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যর পৃথক তালিকা প্রকাশ করা হবে। এসএসসি বোর্ড সূত্রে খবর ছিল, সন্ধে ছ’টার মধ্যে এই তালিকা আপলোড করা হবে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। একসময় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে ১৩ জন প্রতিনিধি ভেতরে যান।

এরপর আটটা পনের নাগাদ বৈঠক শেষে আচার্য ভবন থেকে বের হন চাকরিহারাদের প্রতিনিধিরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিন্ময় মণ্ডল-সহ অন্যান্যরা। তাঁরা জানান, এসএসসি কোনও তালিকা প্রকাশ করছে না। তবে তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সব মিলিয়ে এসএসসি ইস্যু কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে আচার্য ভবন চত্বর।

শেয়ার করতে:

You cannot copy content of this page