স্ট্রিট শপিং করেন? জেনে রাখুন এই টিপসগুলি

তৃতীয়পক্ষ ওয়েব- ফুটপাথ বা রাস্তার ধারের স্টল থেকে কখনো কিছু কেনেন না এরকমটা হতে পারে না। পছন্দ হলে তার দরদাম করতে আমরা কেউই পিছপা হই না। তবে স্ট্রিট শপিং এ আবার টিপস! সোজা  দোকানে যাব, জিনিস পছন্দ করব, দরদাম করব, দাম পোষালে নেব, না হলে এগিয়ে যাব, দোকানি পিছু ডাকবে, তারপর একটা ঠিকঠাক রফা হলে মুখ ব্যাজার করে জিনিস নিয়ে টাকা মিটিয়ে বাড়ি ফিরে ভাবব, নাঃ, দারুণ কিনেছি, ব্যস! তবে শপিং-এ যাওয়ার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখুন। মাথায় রাখুন এই বিষয়গুলিও।

  • কোথায় যাচ্ছেন শপিং করতে- কলকাতায় বেশ অনেকগুলোই বিখ্যাত ফুটপাথ শপিংয়ের জায়গা আছে। যেমন গড়িয়াহাট, নিউ মার্কেট চত্বর, ধর্মতলা, হাতিবাগান, শ্যামবাজার, কলেজ স্ট্রিট ইত্যাদি। তবে প্রতিটি জায়গারই রয়েছে আলাদা-আলাদা বৈশিষ্ট্য। গড়িয়াহাট চত্বরে দুটো জিনিস মূলত পাওয়া যায়, ঝুটো গয়না আর শাড়ি। এছাড়াও আছে বেডশিট, বেডকভার, পিলো কভার, ঘরোয়া টুকিটাকি, ঘর সাজানোর জিনিস, ওড়না, জুতো, ব্যাগ ইত্যাদি। অন্যদিকে নিউ মার্কেট এরিয়াতে আপনি ঝুটো গয়নার সঙ্গে ব্যাগ, জুতো, ওয়েস্টার্ন পোশাকও পাবেন। বুঝতেই পারছেন, দুটো জায়গাতেই আপনার শপিংয়ের কায়দাও এক রকম হওয়া ঠিক নয়।
  • কী কিনতে যাচ্ছেন- এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এর উপরেই নির্ভর করে সময় ও পরিশ্রম। শাড়ি কিনতে গেলে যতটা সময় নিয়ে যাবেন, বেডশিট কিনতে ততটা সময় লাগবে না। মেলামাইনের ডিনার সেট কিংবা শো পিস কিনতে তো আরও কম সময় লাগবে। তার কারণ, এসব জিনিসের রোডসাইড দোকান অনেকটাই কম।
  • কখন যাবেন- দরাদরি করে জিনিস কিনতে যাওয়ার সবচেয়ে আদর্শ সময় হল দুপুরবেলা! তার কারণ, তখনই ভিড় সবচেয়ে কম থাকে। সকাল আর সন্ধেবেলা দরাদরি করতে যাবেন না।

স্ট্রিট শপিং-এর কয়েকটি স্মার্ট টিপস

  • কী-কী কিনবেন তার লিস্ট তৈরি করে নিন। সেই লিস্টের বাইরে বেরবেন না। এতে সময়, পরিশ্রম এবং পকেট, সবই বাঁচবে।
  • পুরো চত্বরটা ঘুরে একবার দেখে নিন। কোথায়-কোথায় আপনার প্রয়োজনীয় জিনিসটি পাওয়া যাচ্ছে একটা সার্ভে করে নিন আগে, তারপর দরদাম করতে এগোন।
  • মার্কেট সার্ভে যখন করছেন, দাম সম্বন্ধে একটা আইডিয়া করে রাখুন তখনই। এতে দরদাম করার সময় কাজে আসবে।
  • দরদাম করারও নিয়ম আছে। কস্টিউম জুয়েলারি কিংবা ব্যাগের ক্ষেত্রে দরদামের রেঞ্জটা একটু বেশি হয়। কিন্তু তা বলে দোকানি যা দাম বলল, আপনি তার অর্ধেক বললেন, এমনটাও করবেন না। মোটামুটি একটা রেঞ্জ থেকে শুরু করুন।
  • রোডসাইড শপিংয়ের সময় মাথায় রাখবেন ছোটখাটো জিনিসই, ঠিক আছে। কিন্তু বড় কিছু কিনতে গেলে এমন কোনও দোকান থেকে কিনুন, যেখানে আপনাকে পাকা বিল দেবে।
  • শপিং করে বাড়ি ফিরেই জিনিসগুলো একবার ভাল করে দেখে নিন। যাতে কিছু গন্ডগোল হলে পরের দিনই তা পাল্টে নিয়ে আসতে পারেন। পোশাক হলে পুরো ভাঁজ খুলে দেখুন, গয়না হলে আলোর মধ্যে দেখে নিন সব ঠিক আছে কিনা।
  • যে-কোনও সময় কেনার মতো, জিনিস বদলানোর সেরা সময় হল দুপুরবেলা। এই সময় দোকান অপেক্ষাকৃত ফাঁকা থাকে।আর জিনিস বদলানোর সময় দোকানি রেগে থাকে এমনিও। তাই ভরা ব্যবসার সময় দোকানে গিয়ে জিনিস পাল্টাব বলে হাজির না হওয়াটাও ভালো।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page