বিশ্বের প্রথম পাইলট যিনি পা দিয়েই বিমান চালান

তৃতীয়পক্ষ ওয়েব- শুধুমাত্র মনের জোরে অসম্ভবকেও সম্ভব করা যায় তা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখালেন এই মহিলা। সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে তৈরি করে ফেলেছেন এক অনন্য রেকর্ড! সকলের কাছেই আজ তিনি এক অনুপ্রেরণাও বটে।

হাত দিয়ে নয়, বরং পা দিয়েই দক্ষতার সাথে উড়িয়ে নিয়ে যান বিমান। শুনে অবাক হয়ে গেলেও এটাই কিন্তু সত্যি। সকলেই জানি যে, পাইলট হওয়া অত্যন্ত কঠিন কাজ। শুধু তাই নয়, সফল পাইলট হতে গেলে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় প্রার্থীদের। তবে, সমস্ত কিছুই ধাপে ধাপে পার করে সফল হয়েছেন এই মহিলা।

যার কথা বলছি তিনি হলেন জেসিকা কক্স। জেসিকা বিশ্বের প্রথম এবং একমাত্র পাইলট যার কোনো হাত নেই। শুধু তাই নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জেসিকার নাম নথিভুক্ত করা হয়েছে। তিনি থাকেন আমেরিকায়।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, জেসিকাই একমাত্র মহিলা যিনি হাত ছাড়াই বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।তবে শুধু প্লেনই চালান না, বরং পা দিয়ে গাড়িও চালান। এছাড়াও স্কুবা ড্রাইভিংও করতে পারেন তিনি।এর পাশাপাশি, কম্পিউটারে কাজ করার সময়ে তিনি পা দিয়েই কীবোর্ডে টাইপ করেন।

জেসিকার বয়স বর্তমানে ৩৯ বছর। ১৯৮৩ সালের ২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্মগ্রহণ করেন তিনি। জন্ম থেকেই হাত ছাড়া জন্মেছিলেন তিনি। তাঁকে দেখে তাঁর বাবা-মাও অবাক হয়ে যান। শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়েও তাঁর জেদ ছিল ভীষণ।

জেসিকা আগে নকল হাতের সাহায্যে তাঁর কাজগুলি করতেন। মাত্র ২২ বছর বয়সেই তিনি তাঁর পা দিয়ে একটি বিমান উড়িয়েছিলেন। তখন থেকেই শুরু হয় তাঁর আকাশে ওড়ার স্বপ্ন। এখনও পর্যন্ত মোট ২৩ টি দেশে ভ্রমণ করেছেন জেসিকা। যা আশ্চর্যজনক তো বটেই, অনুপ্রেরণাদায়কও।

শেয়ার করতে:

You cannot copy content of this page