এবার তৃণমূলের প্রচারে “মা মাটি মানুষ হিতে”

তৃতীয়পক্ষ ওয়েব ডেস্ক- ফের চমক তৃণমূলের প্রচারে। এবার ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’, ‘দুয়ারে সরকারে’র পরে এবার বিখ্যাত শ্রীলঙ্কান গান “মানিকে মাগে হিতে”-র আদলে তৈরী হল তৃণমূলের প্রচারের জন্য নতুন গান।

সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে শ্রীলঙ্কার গায়িকা Yohani-র গাওয়া মানিকে মাগে হিথে গানটি। ইউটিউবে এই গানটি প্রায় ১০০ মিলিয়ানের বেশি মানুষ দেখে ফেলেছেন ইতিমধ্যেই এবং ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে গানটি। সেই গানই এবার তৃণমূলের প্রচারে উঠে এল। কলকাতার ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী এই গানের আদলে তৈরী করেছেন “মা মাটি মানুষ হিতে।” যা ইতিমধ্যেই ফেসবুকে তৃণমূলের প্রচারের পেজ ‘বাংলার গর্ব মমতা’তেও শেয়ার করা হয়েছে।

গানটি লিখেছেন রাজেশের ভাই সৌরভ এবং গেয়েছেন রাজেশের মেয়ে অপরাজিতা চক্রবর্তী এবং ভাগ্নি মনীষা মুখার্জি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই গানের পিছনে মূল অনুপ্রেরণা। প্রথমদিন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের অনেক সুন্দর প্রকল্প রয়েছে এবং সাধারণ মানুষের সেগুলি জানা উচিত। কিন্তু সেগুলি সম্পর্কে পড়ার থেকেও যদি সেগুলির একটি ভিজ্যুয়াল উপস্থাপনা করা সম্ভব হয় তাহলে মানুষের মনে তার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। সেই ভাবনা থেকেই এই গানটি তৈরী করা হয়েছে”।

“মা মাটি মানুষ হিতে”, জনসমক্ষে আসার পরে শুরুতে ট্রল হলেও পরবর্তীতে গানটির সম্পর্কে মানুষের ধারণা বদলাতে শুরু করে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে বহু মানুষ গানটি শুনেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচার গান ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এবং ‘খেলা হবে’ আলোড়ন ফেলে দেয় বাংলার রাজনীতিতে। এবার উপনির্বাচনের আগে এল “মা মাটি মানুষ হিতে”। এখন দেখার যে উপনির্বাচনের প্রচারে তৃণমূলের দিকে মানুষ টানতে কতটা সক্ষম হয় এই গান।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page