বাঙালি হলমুখী ‘গোলন্দাজ’-এর হাত ধরে! বড় অঙ্কের ব্যবসা প্রথম সপ্তাহেই
তৃতীয়পক্ষ ওয়েব- গত একটা গোটা বছর করোনা মহামারীর জন্য বন্ধ ছিল সিনেমা হল, মাল্টিপ্লেক্স। যার ফলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে হল মালিক এবং সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা। তবে ফের হল মুখী হতে দেখা গেল সিনেমাপ্রেমীদের। সদ্য পুজোর সময় মুক্তি পেয়েছে বেশ কিছু বাংলা ছবি। ছবি মুক্তি পেলেও করোনার সময় মানুষ কতটা হলমুখী হবে সে নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। কিন্তু দেব অভিনীত ‘গোলন্দাজ’ মানুষকে হলমুখী করল ফের। প্রসঙ্গত ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা হয়েছে। এখনও পর্যন্ত দেবের গোলন্দাজ সবচেয়ে বেশি ব্যবসা করেছে করোনা পরবর্তী সময়ে।
দেবের ‘গোলন্দাজ’ দেখতে দর্শকরা সিনেমা হল প্রায় হাউজফুল করে দিয়েছে পুজোর কয়েকদিন। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিটি ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এই পরিস্থিতিতেও সিনেমা দেখতে মানুষ হলমুখী হওয়ায় আশার আলো দেখছেন ইন্ডাস্ট্রির মানুষেরা। সব স্বাভাবিক হলে মানুষ আবার বড় পর্দায় সিনেমা দেখতে আগ্রহী হবে বলে ভাবছেন সকলে।
গোলন্দাজ সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব।বাঙালি মাত্রেই যে ফুটবল পাগল। আর বাঙালির ফুটবল প্রেমের সূচনায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অবদান ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো ভাবে। নানা ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দেবকে ধুতি পরে ফুটবল খেলতে দেখা গিয়েছে এখানে। এর আগে দেবকে বিভিন্ন চরিত্রে দেখেছে বাঙালি দর্শক। এটিই দেবের প্রথম অভিনয় করা বায়োপিক। মানুষ আবার হলমুখী হওয়ায় ভীষণ খুশি স্বয়ং দেবও। এছাড়া ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহাও।