ট্রেন বাতিল উত্তরবঙ্গ যাওয়ার, দেখে নিন কোনগুলি
তৃতীয়পক্ষ ওয়েব – ফের রেল বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। ফলে বিপাকে পড়তে চলেছেন অসংখ্য রেলযাত্রী। আগামী ২৭-৩০ মে পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রেল যোগাযোগ বন্ধ থাকতে চলেছে। রেল সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম ও মগরা স্টেশন এলাকায় রেললাইন সংস্কারের কাজ শুরু হতে চলেছে। যার ফলে ৪ দিনের জন্য বাতিল হতে চলেছে প্রায় ৪৩ টি ট্রেন। এর পাশাপাশি রুট পরিবর্তন করা হবে আরও প্রায় ১৫টি ট্রেনের।
এর মধ্যে কলকাতা থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেনের সংখ্যা বেশি। সাময়িক ভাবে বাতিল থাকছে মালদহ থেকে কলকাতা যাওয়ার গৌড় এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, তিস্তা তোর্সা, কামরূপ এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, কামাখ্যা-পুরি এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু স্পেশাল ট্রেন। একাধিক ট্রেন বাতিল হয়ে যাওয়ার ফলে বিপাকে রেল যাত্রীরা।
ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা। কলকাতা হয়ে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অনেকেই।যার ফলে রোগীদের গন্তব্যে পৌঁছন নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এছাড়া সমস্যায় ব্যাবসায়ী মহল। এভাবে ট্রেন বাতিল হলে ব্যবসা বানিজ্যে প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।