শখের বসে শেষে কিনা কুকুর হয়ে গেলেন যুবক!

তৃতীয়পক্ষ ওয়েব- বিচিত্র এ পৃথিবীতে কত কিছুই না বিচিত্র হয়ে চলেছে প্রতিটা মুহুর্তে। কেউ ট্যাটু বানান সারা শরীরে, তো কেউ নিজের রূপই বদলে ফেলেন। এরকম খবর মাঝেমাঝেই শোনা যায়। তবে জাপানের এক যুবকের এই শখের কথা শুনলে আপনিও হয়রান হয়ে যাবেন। শখের বশে শেষে কিনা নিজেকে কুকুর বানিয়ে ফেললেন এই যুবক।

১১ লাখ টাকা দিয়ে নিজেকে কুকুর বানালেন স্রেফ শখে। ছোটবেলা থেকে তাঁর কুকুরদের প্রতি আকর্ষণ। কুকুরের মতো জীবনযাপন করতে তাঁর ভালো লাগে। সেই শখ পূরণ করতে মানুষ থেকে কুকুর হয়ে উঠলেন।

তবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা গেলেও, টাকো সে রাস্তায় হাঁটেননি। এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানাতে বলেন তাঁদের। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। টাকোর শর্ত ছিল, পোশাকটি হতে হবে এমন, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ ধরতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়।

সেই শখ পূরণ করে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করলেন টাকো।এবার কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন তিনি। নতুন শখের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে জোর চর্চা।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page