মোবাইলের আলোতে অস্ত্রোপচার, যোগী রাজ্যে ঘটল ঘটনা
তৃতীয়পক্ষ ওয়েব- মোবাইলের আলো জ্বালিয়ে অস্ত্রোপচার! হ্যাঁ এমনটাই ঘটল যোগী রাজ্যে। অপারেশন চলতে চলতে হঠাৎ অন্ধকার। অগত্যা ভরসা মোবাইলের আলো। এই ভিডিওই হলো ভাইরাল। কাল্পনিক ঘটনা বা সিনেমায় দেখানো কোনো ক্লিপ নয় এটি। যার জেরে তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো চিকিৎসক ও উত্তরপ্রদেশ স্বাস্থ্য পরিষেবার। তবে এর পাশাপাশি কর্তব্যপরায়ণতার জন্য জুটেছে বাহবাও।
উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ঘটেছে এই ঘটনাটি। প্রবল বর্ষনের কারণেই গত শনিবার উত্তর প্রদেশের বালিয়া জেলাজুড়ে ছিল লোডশেডিং। অন্ধকারে ডুবে ছিল পুরো জেলাই। এমনকি বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার হয়ে যায় হাসপাতালও। বাইরে তখন রোগীদের লম্বা লাইন। তাদেরকে ফিরিয়ে দিতে চাননি চিকিৎসকরাও। এইসময় জেনারেটরও অচল হয়ে যায়। তাই মোবাইলের টর্চ জ্বালিয়েই রোগী দেখতে শুরু করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এরকম পরিস্থিতিতে এক রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বিদ্যুৎই নেই কোথাও। বাধ্য হয়েই অন্ধকারের মধ্যেই শুরু করা হল অস্ত্রোপচার। ভরসা শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইট।
জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ও চিফ ইনচার্জ ডঃ আরডি রাম বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে হয়েছিল। পরে জেনারেটরের ব্যাটারি আনিয়ে তা চালু করা হয় ও হাসপাতালে আলো জ্বালানো হয়’।