জানেন কি? এই দুজন হলেন পৃথিবীর কেন্দ্রের বাসিন্দা!
তৃতীয়পক্ষ ওয়েব- পৃথিবীর কেন্দ্র! হ্যাঁ ঠিক পড়ছেন। এই শহরের বাসিন্দা মাত্র দু’জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট একটি শহরের নাম ফিলসিটি। অনেকেই এটিকে পৃথিবীর কেন্দ্রে বলে মনে করেন। শহরের দুই বাসিন্দা হলেন এর প্রতিষ্ঠাতা ও মেয়র জ্যাকস আন্দ্রে ইসতেল এবং তার স্ত্রী ফেলিসিয়া। আর এই দম্পতির দাবি শহরটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত।
মজার বিষয় আরও বেশ কয়েকটি স্থান নিজেদের পৃথিবীর কেন্দ্র বলে দাবি করে থাকে। তবে তাদের তুলনায় ফেলিসিটির দাবি কিন্তু বেশ জোরালো। তার কারণ ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টি এবং ফ্রান্স সরকার ফেলিসিটিকে পৃথিবীর কেন্দ্র বলে স্বীকৃতি দিয়েছে।
১৯৮৫ সালের মে মাসে ইম্পেরিয়াল কাউন্টি বোর্ড অব সুপারভাইজার ফেলিসিটিকে আনুষ্ঠানিকভাবে ফিলসিটিকে পৃথিবীর কেন্দ্র বলে স্বীকৃতি দেয়। এই শহরটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। শিশুতোষ বই কোয়ে, দ্য গুড ড্রাগন অ্যাট দ্য সেন্টার অব দ্য ওয়ার্ল্ড বইযের নামকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় শহরটি। বইটি লিখেছিলেন ইসতেল। শহরটির নাম তিনি রেখেছিলেন স্ত্রীর নামে।
কি কি রয়েছে এই শহরটিতে? এই শহরে ২১ ফুট দীর্ঘ একটি পাথর, একটি গ্লাস পিরামিড এবং গ্রানাইটে লেখা ইতিহাসের জাদুঘর রয়েছে। এছাড়া বেশ কিছু গ্রানাইট প্যানেল রয়েছে, যার বেশিরভাগ একশ’ ফুট দীর্ঘ। ১৯৫০ সালে ওই এলাকার জমি কেনেন ইসতেল। ১৯৮০’র দশকে তিনি প্যারাসুট ব্যবসা বিক্রি করে দেওয়ার পর ফেলিসিটি শহর প্রতিষ্ঠা করেন।
ছবি- গুগল