জন অরণ্য থেকে বিদায় নিলেন ‘সোমনাথ’
তৃতীয়পক্ষ ওয়েব- প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের ‘সোমনাথ’। সত্তরের দশকে ‘জন অরণ্য’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় সকলের মনে এখনও তাজা। ফুসফুসে সংক্রমণ নিয়ে সম্প্রতি নাগেরবাজারের দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় রবিবারই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মুখোপাধ্যায়।
গত ২২ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৩০৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
পরিচালক নির্মল চক্রবর্তীর ছবিতে কাজ করছিলেন তিনি। সিনেমার নাম ‘দত্তা’। সিনেমার শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
সত্তরের দশকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় প্রদীপ মুখোপাধ্যায়ের। ১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে জন অরণ্যতে ছবিতে তাঁর অভিনয়। যা আজও দর্শককে মুগ্ধ করে। এরপর একে একে ১৯৭৮ সালে কাজ করেছেন গোলাপ বউ, দৌড়, দুরাত্মা, দুরের নদী, অশ্লীলতার দায়ে, ললিতা, অন্বেষণ, চপার, মধুগঞ্জনের সুমতি, সতী, মানবপ্রেমিক, সুমতি, আনন্দনিকেতন, পুরুষোত্তম, হিরের আংটি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছিল আমি ও মা, বাক্স রহস্য, কালরাত্রি, দহন, চাকা, উৎসব, মন্দ মেয়ের উপাখ্যান, সংগ্রাম, ফালতু, গোরস্থানে সাবধান, আমি আদু, মায়াবাজার, যেখানে ভূতের ভয়, মাছ মিষ্টি মোর, স্বভূমি, গয়নার বাক্স, বাদশাহী আংটি, সজারুর কাঁটার মতো জনপ্রিয় ছবিগুলিতে। হিন্দি ছবি কাহানি ২, দ্য পার্সেল ছবিগুলিতেও কাজ করেছেন তিনি।