বিদায় রমেশ দেও

তৃতীয়পক্ষ ওয়েব- হিন্দি ও মারাঠি সিনেমার প্রবীণ অভিনেতা রমেশ দেও চির বিদায় জানালেন। ৯৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত আটটার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই বর্ষীয়ান অভিনেতাকে তারকারা শেষশ্রদ্ধা জানাচ্ছেন।

কিছুদিন থেকে অভিনেতা রমেশ দেও মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসকদের নজরদারীতে ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিন রমেশ দেওর ছেলে অভিনেতা আজিঙ্কা দেও তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কয়েকদিন আগেই এই অভিনেতার ৯৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন রমেশ দেও।

১৯৫৫ সালে অভিনয়জীবন শুরু করেন রমেশ দেও। তাঁর অভিনীত প্রথম হিন্দি ছবি ছিল রাজশ্রী প্রোডাকশনের ‘আরতি’। এরপর অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ কাজের সময়ে ২৮৫টি হিন্দি, ১৯০টি মারাঠি ও ৩০টি নাটকে কাজ করেছেন। শুধু তা-ই নয়, রমেশ দেও বেশ কিছু ছবি, টেলিভিশন ধারাবাহিক, আর ২৫০টির বেশি বিজ্ঞাপনচিত্র প্রযোজনা করেছেন। রমেশ দেওর স্ত্রী সীমা দেও একজন বিখ্যাত অভিনেত্রী। স্ত্রীর সঙ্গে তাঁকে বেশ কিছু হিট ছবিতে দেখা গেছে।

এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ১০০ বছর বাঁচার কথা বলেছিলেন। জীবনের প্রতি তাঁর সব সময় পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল। রমেশ দেও ‘সোনে পে সুহাগা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘আনন্দ’, ‘ঘরানা’, ‘গোরা’, ‘কুদরত কা কানুন’, ‘দিলজলা’, ‘শের শিবাজি’, ‘প্যায়ার কিয়া হ্যায় প্যায়ার করেঙ্গে’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন। একাধিক পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়েছে। এছাড়া ২০১৩ সালে মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ রমেশ দেওকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়েছিল।

শেয়ার করতে:

You cannot copy content of this page