virat

কিং কোহলি’র ঘরের ভিডিও ছড়িয়ে পড়ল নেট জুড়ে

তৃতীয়পক্ষ ওয়েব- সকালে ঘুম থেকে উঠে আপনিও যদি দেখেন আপনার অনুপস্থিতিতে কেউ আপনার বেডরুম, টয়লেট, দামী জিনিসপত্রের ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, কেম্ন লাগবে আপনার? নিশ্চয়ই ভীষণ রাগ হবে। তাঁর চেয়ে বড়ো কথা গোপনীয়তা বা পারসোনাল বলে কিছু জিনিস রয়েছে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগবেন না। এরকমই শিকার হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

টি-২০ বিশ্বকাপের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট। রবিবার ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ। ম্যাচ শেষে হোটেলে ফিরে এসেই এহেন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। যাতে বেজায় চটেছেন বিরাট।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

তাঁর অনুপস্থিতিতে কেউ বা কারা কোহলির হোটেল রুমে প্রবেশ করে। এখানেই শেষ নয়। বিরাটের জিনিসপত্র, জুতো, জামা, আলমারি, বাথরুমের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। কোট, প্যান্ট পরা একজনকে ভিডিয়ো তুলতে দেখা গিয়েছে। দেখে হোটেলের কর্মী বলেই অনুমান করা হচ্ছে। ঘটনাটিকে ‘ভয়ানক’ বলেছেন বিরাট। তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুকে এমন জঘন্যতম কাজের জন্য ভীষণ ক্ষুব্ধ তিনি। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে লম্বা বার্তা দিয়েছেন বিরাট। ফ্যানদের এমন কীর্তিতে ক্ষুব্ধ নেটিজেনরাও।

ইনস্টাগ্রামে বিরাট লেখেন, “অনুরাগীরা তাঁদের প্রিয় খেলোয়াড়দের সাক্ষাৎ পেলে ভীষণ খুশি হন। এটা আমি বুঝি এবং সম্মানও করি। কিন্তু এই ভিডিয়োটি ভয়ঙ্কর। আমি নিজের গোপনীয়তা নিয়ে সুরক্ষিত অনুভব করছি না। এই ধরনের আচরণকে আমি মোটেও সমর্থন করছি না। ব্যক্তিগত পরিসরে ঢোকা কখনোই ঠিক নয়। দয়া করে অন্যের প্রাইভেসিকে সম্মান করুন। কারও গোপনীয়তাকে বিনোদনের পণ্য করে তুলবেন না।”

শেয়ার করতে:

You cannot copy content of this page