স্বস্তির খবর দিল হাওয়া অফিস

তৃতীয়পক্ষ ওয়েব- আর নয় অপেক্ষা। বাংলার মানুষদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই আবহাওয়ার বদল কিছুটা স্বস্তির খবর নিয়ে আসবে। জলীয় বাষ্পের প্রভাব বাড়বে পশ্চিমবঙ্গে। এদিকে ঝাড়খণ্ড, বিহার ছোটনাগপুর এলাকায় বর্জ্রগর্ভ মেঘের পূর্বাভাস রয়েছে। যার ফলস্বরূপ বর্জ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সৃষ্টি হবে।

আগামী সপ্তাহের ৩, ৪ মে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর।

অন্যদিকে আগামীকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি এবং ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

শেয়ার করতে:

You cannot copy content of this page