ব্যস্ত সময়ে ওয়েব বিভ্রাট, তোলপাড় দুনিয়া

তৃতীয়পক্ষ ওয়েব- ব্যস্ত অফিস টাইমে টেক বিভ্রাট ঘটল দুনিয়া জুড়ে। বিশ্বের বহু ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার সমস্যার জেরে এই সমস্যা হলো। ট্যুইট করে সমস্যার কথা স্বীকার করল কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক।

প্রসঙ্গত সকাল থেকেই এই বিভ্রাটের শুরু। ডাউন হয়ে গিয়েছিল বহু ওয়েবসাইট। সাইটে ঢুকতে গেলেই “500 Internal Server Error” দেখানো হচ্ছিল গ্রাহকদের। বার বার চেষ্টা করেও গতি হয়নি ব্যস্ত অফিস টাইমে। এরপর ক্লাউডফ্লেয়ারের ট্যুইট দেখে গোটা বিষয়টি জানতে পারেন ব্যবহারকারীরা।

ডিসকর্ড, জিরোধা, শপিফাই, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, টুইটার, ক্যানভা এমনকী জনপ্রিয় ব্যাটল রয়্যাল শুটিং টাইটেল ভ্যালোরেন্ট এই বিভ্রাটের সম্মুখীন হয়। অবশ্য দুপুরের আগেই এই টেক সমস্যা ঠিক করে দেয় কোম্পানি।

ক্লাউডফ্লেয়ার জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত চেষ্টা চালাচ্ছে কোম্পানি। সিডিএন ভিত্তিক এই কোম্পানির ওপর নির্ভর করে থাকে বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলি। সিডিএন আসলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যাকে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও বলা হয়। যা ভৌগোলিকভাবে সার্ভার বিতরণের একটি ইন্টারকানেকটেড গ্রুপ। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব দ্রুত কাছের ক্যাসে থেকে ইন্টারনেট কনটেন্ট ডেলিভারি করতে সমর্থ হয়।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page