পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে সপ্তপদী কবিতা উৎসব

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে সপ্তপদী কবিতা উৎসব

তৃতীয়পক্ষ ওয়েব- গত রবিবার, ৬ নভেম্বর পশ্চিমবঙ্গ বাংলার একাডেমি সভাগৃহে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অনুসারী তরঙ্গ সাহিত্য জীবন পত্রিকা এবং নির্বাণ বুকস্-এর উদ্যোগে সপ্তপদী কবিতা উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল। কবি চঞ্চল মাইতি ভাবনায় রচিত সপ্তপদী কবিতা নিয়ে এই
অনুষ্ঠানটিতে সপ্তপদী কাব্যচর্চা পর্ষদের তত্ত্বাবধানে মোট ২১ জন কবির একক সপ্তপদী কবিতার এবং দুটি যৌথ কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সভাপতি সুধাংশুশেখর দে, কবি ও সাংবাদিক দেবাংশু চক্রবর্তী, কবি তন্ময় মণ্ডল, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়,
উপদেষ্টা মন্ডলী সদস্য কবি মনোরঞ্জন আচার্য্য।
তরঙ্গ সাহিত্য পত্রিকার এই আয়োজনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের কয়েকটি প্রদেশ থেকে ৭০ জন কবি অংশগ্রহণ করেন।
বইপ্রকাশ সম্মাননা প্রদান অতিথিদের মূল্যবান বক্তব্য ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানটিতে কবিতা বিষয়ক আলোচনা ছাড়াও ছিল কবিতা পাঠ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। উদ্যোক্তাদের পক্ষে অনুষ্ঠান পরিচালনায় কবি চঞ্চল মাইতি, কবি রামপ্রসাদ হলুদ ঘাস, কবি রত্না ব্যানার্জি, কবি সোমনাথ নাগদের মতো সপ্তপদী লিখিয়েদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণশক্তি এনে দিয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page