রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশ, মহিলাদের জন্য নতুন কী থাকছে?

তৃতীয়পক্ষ ওয়েব- রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজ্য বাজেট পেশ করার কথা আজ। প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে অর্থ দফতরেই প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার তিনি স্বাধীন দায়িত্ব পেয়েছেন। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। দ্বিতীয় দিনেই মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাধীন দায়িত্ব দেওয়া হয় চন্দ্রিমা ভট্টাচার্য্যকে।

আজকের বাজেট নিয়ে অনেকটাই প্রত্যাশা রয়েছে রাজ্যবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটে সামাজিক খাতে ব্যয় বরাদ্দ করতে দেখা যায়। বিভিন্ন প্রকল্পগুলিতে কী বরাদ্দ করা হবে, সেগুলি দেখার রয়েছে। মহিলাদের জন্য কোনও বড় ঘোষণা কি থাকতে পারে, সেই নিয়েও জল্পনা রয়েছে এবার। তবে রাজ্যের উদ্বেগের বিষয় হল আর্থিক ভার। গত ১০ বছরে রাজ্যের ভাঁড়ারে টান পড়েছে অনেকটাই। যার পরিমাণ বেড়েছে প্রচুর।

আর্থিক বোঝা সামলে কীভাবে বাজেট পেশ হয়, সেটির দিকেও নজর রয়েছে বিশ্লেষকদের। আজ বিধানসভায় দুপুর ২টোয় বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে দুপুর ১টায় রাজ্য মন্ত্রীসভার বৈঠক হবে বিধানসভায়। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে কীভাবে বাজেট পেশ হবে, রাজ্যবাসীর চোখ সেদিকেই।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page