সরকার নির্ধারিত ভাড়া নেবে বেসরকারি বাস ও মিনিবাস , হলফনামায় রাজ্য
তৃতীয়পক্ষ ওয়েব :- পিনাকী চৌধুরী।। সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত ভাড়া নিতে হবে বেসরকারি বাস ও মিনিবাস গুলোকে। ইদানিং বিভিন্ন বেসরকারি বাস নিজের ইচ্ছে মতো ন্যূনতম দশ টাকা ভাড়া নিতো । কিন্তু তা নিয়ে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা হয় । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিসন বেঞ্চে দিন কয়েক আগে রাজ্য সরকার বলে যে, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত বেসরকারি বাসের ভাড়া ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ন্যূনতম ৮ টাকাই থাকছে।
এদিন পরিবহণ দফতরের অনিন্দ্য সেনগুপ্ত হাইকোর্ট বলেছেন যে, সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে বেসরকারি বাস ও মিনিবাস গুলোকে। এমনকি কেউ যদি বেশি ভাড়া নেন, তাহলে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জানুয়ারি। কিন্তু প্রশ্ন উঠেছে, করোনা পরবর্তী সময়ে বিভিন্ন বেসরকারি বাস যা খুশি ভাড়া নিচ্ছে। এমনকি কোথাও কোথাও ন্যূনতম ভাড়া ১০ থেকে ১২ টাকাও নেওয়া হয়েছে।