world record

এক ঘণ্টায় তৈরি ২৪৯ কাপ চা!

তৃতীয়পক্ষ ওয়েব- চা ভালোবাসেন না, এরকম কেউ নেই। তবে তৈরি করতেও যে ভালোবাসেন অনেকে এমনটা পাওয়া মুশকিল। আর এমনটাই খোঁজ পাওয়া গেল দক্ষিণ আফ্রিকার এক তরুণীকে। যে পাগলের মতো চা বানাতে ভালোবাসে। ইনগার ভ্যালেন্টাইন নামে এই তরুণী বিশ্ব রেকর্ড করলেন। এক ঘণ্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়ে তাক লাগিয়েছেন তো বটেই, তাতেই নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

রুইবোস নামের একটি ভেষজ চা তৈরি করেন দক্ষিণ আফ্রিকান ইনগার ভ্যালেন্টাইন। রুইবোস লাল রঙের একটি ভেষজ চা, যা দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ অ্যাসপালাথাস লিনিয়ারিস গাছের পাতা থেকে তৈরি। রুইবোসের সাধারণ স্বাদ, ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদ ব্যবহার করেন ইনগার। নিজেকে অবাক করে ২৪৯ কাপ চা তৈরি করে গিনেস বুকে নিজের নাম লেখালেন তরুণী।

এদিন দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশে পর্যটন শিল্পকে জনপ্রিয় করতেই চা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানেই সকলকে পেছনে ফেলেন ইনগার ভ্যালেন্টাইন। স্বভাবতই অভিনব রেকর্ড গড়ে খুশি তরুণী।

ইনগার ভ্যালেন্টাইনের চা তৈরির রেকর্ডের সময় সেখানে উপস্থিত ছিল স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। উল্লেখ্য, আর ১ কাপ চা বানালেই ‘গোটা সংখ্যা’ ২৫০-এ পৌঁছানো যেত। কিন্তু একটি কাপে চায়ের পরিমাণ ছিল মানদণ্ডের চেয়ে কম, তাই ২৪৯-এই দৌড় থামে দক্ষিণ আফ্রিকার যুবতী ইনগার ভ্যালেন্টাইনের।

শেয়ার করতে:

You cannot copy content of this page