৩.৪৬ ইঞ্চি লম্বা নাকের রেকর্ড গড়লেন মেহমেট!

তৃতীয়পক্ষ ওয়েব- হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় নাক তারই। আর রেকর্ডটির মালিক হলেন মেহমেট ইজিরেক। তুরস্কের বাসিন্দা। গত ১০ বছরে কেউই তার এই রেকর্ড টপকাতে পারেননি। ৩.৪৬ মিটার নাক নিয়ে ২০১০ সালের ১৮ মার্চ, ইতালির রোমে, লো শো দেই রেকর্ড ‘ নামের একটি ইতালিয়ান টিভি শো সেটের সামনে হাজির হন তিনি। সেখানে তার নাক মেপে দেখা যায় লম্বায় ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি ।

গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১০ সালে ৩ দশমিক ৪৬ ইঞ্চি নাক নিয়ে রেকর্ড করেন মেহমেট।  ৭১ বছর বয়সী মেহমেটের নাকের নাগাল বিশ্বের আর কেউ এখন পর্যন্ত পায়নি। লম্বা নাকের শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছেন তিনি।  জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড মেহমেটের হলেও কিন্তু বিশ্বের দীর্ঘতম নাকের খেতাব অবশ্য একজন ইংরেজের কপালেই রয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page