ফের আরিয়ানের জামিনের আবেদন খারিজ!

তৃতীয়পক্ষ লাইভ- শুক্রবারও শাহরুখ খানের পুত্র আরিয়ান খানএর আবেদন ফের খারিজ করে দিয়েছে। অ্যাডিশনাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আরএম নীলেকর এদিন তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছেন।

প্রসঙ্গত মাদক-কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি ধর্তব্য়ের মধ্যে নয় বলে জানাল এনসিবি। তাঁদের বক্তব্য এই জামিন মামলার শুনানি একমাত্র জেলা দায়রা আদালতেই বিচার হতে পারে। জেলা আদালতের তলায় কোনও ম্য়াজিস্ট্রেট আদালতে বিচার হতে পারে না। আরিয়ান সহ বাকি অভিযুক্তরা আদালতের নির্দেশ অনুযায়ী থাকবেন বিচারবিভাগীয় হেফাজতে। জামিন পেলে প্রভাব খাটিয়ে আরিয়ান প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে এদিন ফের একবার আদালতে সওয়াল করেন, আরিয়ান খানের কাছ থেকে কোনওরকম কিছু পুনরুদ্ধার হয়নি এবং এনডিপিএস আইনের ৩৭ ধারায় জামিনের কঠোরতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু  আদালত সেই আর্জি মানতে নারাজ।

গত শনিবার কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে তিনদিনের একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের ব্যক্তিত্বরা এই সফরে সঙ্গী হন। ক্রে’আর্ক শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। কর্ডেলিয়া ক্রুজে তল্লাশি চালাতেই তাঁদের কাছে উঠে আসে একের পর এক মাদকের খোঁজ। সেখানে কোকেন, এমডিএমএ, এক্সটেসি বাদ ছিল না কিছুই। এরপরই মাদক রাখার প্রমাণ পাওয়ায় আটজনকে আটক করা হয়। যার মধ্যে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানও ছিলেন। সেখান থেকেই গ্রেফতার করা হয় কিং খানের পুত্রকে।

শেয়ার করতে:

You cannot copy content of this page