চিকেন পকোড়া খেলেই মিলবে এক লক্ষ টাকা বেতন!
তৃতীয়পক্ষ ওয়েব- বাঙালি চপ খেতে ভালোবাসে না, কথাটা শুনতেই কেমন লাগে। এই সাধারণ সাদামাটা খাবারের প্রতি একটু বেশি আকর্ষিত হয়ে পড়েন মানুষজন। এবার এই পকোড়া নিয়েই এক দুর্দান্ত অফার দিল এক ব্রিটেন সংস্থা, তাও আবার সেটি চিকেন পকোড়ার বিষয়ে।
ব্রিটেনের এই কোম্পানি অফার দিয়েছে, যত পারো চিকেন পকোড়া খাও, আর এক লক্ষ টাকা বেতন নিয়ে যাও। সেখানকার এক ফুড কোম্পানি এমনই এক অফার নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছে জনগণকে। তবে এটাই শেষ নয়, এই অফারের জন্য বিজ্ঞাপনও দিয়েছে তারা।
কোম্পানির নাম Birdseye, যারা চিকেন ডিপার্স তৈরির জন্য প্রসিদ্ধ। সম্প্রতি এই কোম্পানি তাঁদের টেস্ট টেস্টারের জন্য কর্মী খুঁজছে। তাঁদের সংস্থার খাবারের গুণগত মান বিচার করার জন্য একজন অভিজ্ঞ লোকের সন্ধান করছে। এই কারণেই এমন অদ্ভূতভাবে কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে।
তবে এই পদটি সেই ব্যক্তিই পাবেন, যিনি স্বাদ চিহ্নিত করার ক্ষমতায় দক্ষ। আর তাঁকে অবশ্যই ডিপার্সের খাস্তা, ক্রাঞ্চ, সস ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং সমস্ত কিছুর পরিমাণের ব্যালেন্স জানাতে হবে। যে ব্যক্তি এই পদের জন্য নির্বাচিত হবেন, তাঁকে ১ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
তাহলে আর দেরি কেন? আপনিও পারেন https://www.birdseye.co.uk/-এ গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া [email protected]এ গিয়ে ২৫০ শব্দের মধ্যে নিজের বিষয়ে কিছু লিখে পাঠাতেও পারেন। দেরি কেন তাহলে, চটপট তৈরি হয়ে যান চিকেন পকোড়া টেস্টার হওয়ার জন্যে।