চোখ রাঙানি নিম্নচাপের, নতুন মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা
তৃতীয়পক্ষ ওয়েব- সকালের দিকে বেশ জমিয়েই ঠান্ডা হতে শুরু করেছে শহর। আর সেটাই উপভোগ করছে বঙ্গবাসী। তবে এরই মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর সপ্তাহ শেষে ভাসতে পারে বাংলা। বৃষ্টির হাত ধরেই তাপমাত্রার পারদ চড়চড় করে আরও নামবে বঙ্গে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিসেম্বরের(December) প্রথম সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে ঢুকতে পারে। আর তারপর সেটি শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে থাকবে। আর এটাই ধীরে ধীরে বৃষ্টির আকার নিয়ে বঙ্গে ঢুকবে।
ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতের উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে আলমারি থেকে বাঙালির শরীরে জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী।
আগামীকাল কলকাতা(kolkata) শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর জানা।