Unemployment Rate in India: দেশে বেকারত্বের হার বেড়ে গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ
তৃতীয়পক্ষ ওয়েব- বেকারত্বের হার ডিসেম্বর ২০২১-এ গত চার মাসের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চ শিখরে। এরকমই সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) সাম্প্রতিক তথ্যে প্রকাশ পেল। প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের ৭ % থেকে বেড়ে দেশে বেকারত্বের হার ডিসেম্বরে বেড়ে হয়েছে ৭.৯ %। গত বছরের আগস্টের পর এই হার সর্বাধিক। CMIE-র তথ্য অনুযায়ী গত বছর আগস্টে দেশে বেকারত্বের হার ৮.৩ % ছুঁয়েছিল।
২০২০-২১ সালে করোনার ধাক্কা সরিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। এরইমধ্যে আশঙ্কার মেঘ ঘনিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব সংক্রান্ত নিষেধাজ্ঞা ও বিভিন্ন রাজ্যে বিধিনিষেধের ফলে আর্থিক কাজকর্ম ও গ্রাহকদের মনোভাব ফের জোর ধাক্কা খেয়েছে।

সিএমআইই-র তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে বেকারত্বের হার গত ডিসেম্বরে আগের মাসের ৮.২% থেকে বেড়ে হয়েছে ৯.৩%। গ্রামাঞ্চলে এই হার নভেম্বরের ৬.৪ % থেকে বেড়ে হয়েছে ৭.৩ %।

অর্থনীতিবিদেরই আশঙ্কা, ওমিক্রম ভ্যারিয়েন্ট অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে ব্যাঘাত ঘটাতে পারে। সিএমআইই-র বেকারত্বের হার সংক্রান্ত তথ্য অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের নজরে থাকে। এর কারণ, সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে মাসিক কোনও তথ্য প্রকাশ করা হয় না।

সিএমআইএ-র রিপোর্ট অনুসারে, ডিসেম্বরে বেকারত্বের হারের এই তালিকায় শীর্ষে রয়েছে হরিয়ানা। ওই রাজ্য কর্মসংস্থানহীনতার হার গত ডিসেম্বরে ছিল ৩৪.১ শতাংশ। এর পরেই রয়েছে রাজস্থান (২৭.১ শতাংশ), ঝাড়খণ্ড (১৭.৩ শতাংশ), বিহার (১৬ শতাংশ) ও জম্মু ও কাশ্মীর (১৫ শতাংশ)।

সিএমআই জানিয়েছে, সমীক্ষা অনুযায়ী পরিবারের প্রতিটি উপযুক্ত সদস্যের বেকারত্বের অবস্থা ধরা হয়েছে।

রিপোর্ট অনুসারে, শহরাঞ্চলের ১৫-৩০ বছরের তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০১৯-এর অক্টোবর থেকে ডিসেম্বরের প্রাক লকডাউন পর্ব ও ২০২১-এর জানুয়ারি-মার্চে বেড়ে যা হয়েছিল যথাক্রমে ১৯.২ % ও ২১.১ %।
তথ্যসূত্র- https://unemploymentinindia.cmie.com/










