কবিতা।। পিরানহা ।। তুষ্টি ভট্টাচার্য 

ষোল কলা আমার মুখস্থ

পুরুষ মানুষও!

এই পরিণত বয়সে এসে মেরুদন্ড খুঁজি

ইস্পাতের ফলার মত ধারে ও ভারে

যে আমায় ভোঁতা করে দেবে

বৃন্তচ্যুত হয়েও কী আনন্দ, কী আনন্দ!

এই রাত আমাকে পরাস্ত করে বারবার

হেরে যেতে বলে

তুমিও তো হেরে যেতে চাও

শস্প বাগানে গড়িয়ে তোমার সুখ নেই

কাঁটা বেছে গিলে নিতে চাও জ্যান্ত মাছ

আমিও সে মাছের জীবন পেয়েছি

এক ক্ষুদে পিরানহার মত

কয়েক সেকেন্ডে খেয়ে নেব মাংস ও মজ্জা!

শেয়ার করতে:

You cannot copy content of this page