‘ক্ষতি স্বীকার করতে শিখুন’ কাকে কটাক্ষ অনুপমের?

তৃতীয়পক্ষ ওয়েব- অর্জুন সিং বিজেপি ছাড়ার পর ফের অস্বস্তিতে ফেললেন অনুপম হাজরা। দিলীপ ঘোষের নাম না করেই ফেসবুকে এদিন অনুপম লিখলেন, ‘অর্জুনের মতো নেতারা দল ছেড়ে চলে যাওয়ায় বিজেপি-র যে ক্ষতি হবে তা স্বীকার করা প্রয়োজন৷ কটাক্ষ করলেন, ‘বর্তমানে যেখানে একটা কাউন্সিলর সিটে জিততেই কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদা সম্পন্ন কেউ দল ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি৷’

তবে এর আগেও নানা কারণে দলের রাজ্য নেতাদের একাংশকে আক্রমণ করেছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ৷ অর্জুন সিং দল ছাড়ার পর বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, সাংসদের দলত্যাগে বিজেপি-র কোনওরকম ক্ষতি হবে না৷ উলটে দলবদলের এই প্রবণতা চলতে থাকলে ক্ষতি হবে রাজনীতির৷

এদিকে কোনও নেতার নাম না করেই অনুপম হাজরা একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ”কেউ দল ছাড়লেই ‘কোনও ক্ষতি হবে না’ বা ‘গুরুত্ব দিতে নারাজ’ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ‘ক্ষতি যে কিছুটা হয়ে গেলো’ সেটা মানতে শেখা দরকার৷ কেন বার বার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার৷ ”

তিনি আরও লিখেছেন, বাস্তবটাকে অস্বীকার করার চেষ্টা করে কোনও লাভ নেই৷ পুরভোটে একজন কাউন্সিলরকে জিতিয়ে আনতেই বিজেপি-র ঘাম ছুটে যাচ্ছে৷ একজন সাংসদ দল ছাড়লে সেটি অবশ্যই দলের ক্ষতি৷

অনুপমের আরও কটাক্ষ, ‘অল ইস ওয়েল বলে দেওয়াটা সিনেমায় দেখতে ভাল লাগলেও বাস্তবে সেটা সব সময় নাও খাটতে পারে৷’ অনুপম পোস্টে লিখেছেন, কেউ ব্যক্তিগত স্বার্থে দল ছাড়লে তাকে গুরুত্ব না দেওয়াই ভাল৷

এমনিতেই রাজ্য বিজেপি-র অন্তর্কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে৷ অর্জুনের দলত্যাগ নিয়ে বলতে গিয়েও দিলীপ ঘোষ দলেরই একাংশকে খোঁচা দিয়ে বলেছেন, ‘দল যাঁদের সামনের সারিতে নিয়ে এসেছিল তাঁরাই এখন দল ছেড়ে চলে যাচ্ছেন৷’ সাধারণত অন্য দল থেকে আসা নেতাদের উদ্দেশ্যেই এই কথা। অন্যদিকে নাম না করে দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিলেন অনুপম হাজরা৷

 

শেয়ার করতে:

You cannot copy content of this page