চুল পড়া রোধ করতে মেনে চলুন এই টিপসগুলি
তৃতীয়পক্ষ ওয়েব- চিরুনি করতে গিয়ে এক গোছা চুল উঠে গেলে কার ভালো লাগে। অকালে চুল পড়ে যাওয়া নিয়ে দুঃশ্চিন্তা প্রায় সবারই থাকে। আজ রইল সেরকমই কিছু টিপস রূপকথার দফতরে-
- ১ চামচ ভিনিগারের সঙ্গে ১ চামচ গ্লিসারিন, ২ চামচ ক্যাস্টর অয়েল, ১ টা ডিম মিশিয়ে মাথায় লাগাবেন। ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
- ১০ চামচ হেনা পাউডার, আটা ডিম, ১ চামচ অলিভ অয়েল, লেবুর রস, টক দই, শিকাকাই, মেথি গরম জলে মিশিয়ে ভাল করে ঘন করুন। এটা লাগিয়ে মাথায় ১ ঘন্টা রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
- সপ্তাহে একদিন হেয়ার স্পা করুন বাড়িতেই। অল্প তেলে ১০টি আমন্ড বেটে তেলে ভাল করে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন।
- নারকেলের দুধের সঙ্গে আমলকীর রস মিশিয়ে লাগালে চুলের পুষ্টিসাধন হয়।
- নারকেল তেলে কেশুত পাতা ফুটিয়ে রেখে দিতে হবে।মাসে দু’বার তেলটা মাখলে নতুন চুল গজায়।