চুলের অকালপক্কতা রোধের উপায়

চুলের ত্বকে মেলানোসাইট কোষ থাকে। এতে মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। মেলানিনের জন্যই চুল কালো হয়। বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে বা অন্য কোনও কারণে মেলানিন উৎপাদন কমে গেলে চুল পাকে। চুল পাকার কয়েকটি ঘরোয়া সমাধান হলো-

  • ৯/১০ শুকনো আমলকী ও ১ চামচ মেথি এক কাপ চায়ের লিকারে ভিজিয়ে রাখুন রাতভর। পরে মিহি করে বেটে চুলে লাগিয়ে রাখুন।
  • যাঁদের চুল সবে ধূসর হতে শুরু করেছে তাঁরা চায়ের লিকার, আমলকীর রস মিশিয়ে চুলে মাখুন।
  • আমলা পাউডার, তেল, ডিম, দই, আমলকী, শিকাকাই, ব্রাহ্মী একসঙ্গে মেশান। কালো রঙ চাইলে জবাফুলের রস মেশাতে হবে।
  • বাড়িতে চুল ব্লিচ করতে চাইলে মধু, পাকা কলা ও টক দইয়ের ঘন মিশ্রণ সব থেকে ভালো।
  • অনেকেই চুল রঙ করান। ভেষজ রঙ ব্যবহার করতে পারেন। এতে ক্ষতির সম্ভাবনা কম।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page