দীপাবলিতে ঘর সাজান বাজেটের মধ্যে
পুজোর মরসুমের রেশ ফুরোয়নি এখনও। আর কিছুদিন বাদেই দীপাবলি। তার আগে বাড়ি-ঘর আরও একবার সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো! আতশবাজির আনন্দে ভাটা পড়লেও নানারকম প্রদীপের সাজে সেজে উঠুক আপনার বাড়ি। আলোর চেনে ঝলমল করে উঠুক ছাদ-বারান্দা। বসার ঘর রঙিন হয়ে উঠুক থ্রেড ল্যানটার্নের আলোয় । আর কর্মব্যস্ত জীবন থেকে সামান্য সময় বের করে নিতে পারলেই দীপাবলিতে বাড়ির একটা চমৎকার মেকওভার করতে পারবেন। সাজিয়ে নিতে পারবেন ইচ্ছেমতো।
বাজারে নানারকম রঙিন আলো আপনি পেয়ে যাবেন। নিউমার্কেট, গড়িয়াহাট থেকে শুরু করে আপনার এলাকার দোকানগুলিতেও বিক্রি হচ্ছে আলো। সেখান থেকে পছন্দমতো আলো কিনে নিতেই পারেন। ১০০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যে আপনি চেন আলো পেয়ে যাবেন। যে আলোকে বলে ফেয়ারি লাইটস। এই আলো ঘরে লাগালে, সহজেই ঘরে এক নতুন আমেজ তৈরি করা যায়। সারা বাড়িও আপনি এই আলো দিয়ে অবশ্যই সাজাতে পারেন। খুব ভাল লাগবে। একইসঙ্গে বাজারে আপনি নানারকমের মোমবাতি ও প্রদীপ পাবেন। একঘেয়ে মোমবাতি থেকে বেরিয়ে এসে নতুন রকমের মোমবাতি অবশ্যই জ্বালিয়ে দেখতে পারেন।
টিপস-
- বাড়ির বাইরেটা আলো দিয়ে সাজান
- বসার ঘরে ঝোলাতে পারেন বিভিন্ন রকমের ল্যান্টার্ন
- ফ্লোরাল ক্যান্ডেল দিয়ে সাজান ঘর
- জ্বালিয়ে নিন ভাসমান মোম বা ফ্লোটিং ক্যান্ডেল
- নানারকমের প্রদীপ দিয়ে বাড়ি সাজিয়ে তুলুন