manik

মানিককে রাতভর জেরার পরও প্রশ্নের উত্তর পেল না ED

তৃতীয়পক্ষ ওয়েব- ইডি হেফাজতেও অনবরত অসহযোগিতার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। আধিকারিকদের দাবি, তদন্তকারীদের বারবার ভুল পথে চালিত করছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

গতকাল তদন্তে অসহযোগিতার কারণে গ্রেফতার হন মানিক। কিন্তু হেফাজতে নেওয়ার পরও তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর অনুযায়ী, ইডি তাঁকে জেরা করছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নির্দিষ্ট বয়ানের ভিত্তিতে। যার মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান ও গ্রেফতার হওয়া মধ্যবর্তীদের বয়ান। প্রত্যেককেই চিনতে অস্বীকার করছেন মানিক। খবর অনুযায়ী, মানিক ভট্টাচার্য প্রসন্ন রায়, প্রদীপ সিং-কে চেনেন না বলে দাবি করেছেন। এছাড়া এটাও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দলগত যোগাযোগ ছাড়া অন্যরকম কোনও যোগাযোগ ছিল না।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে মানিক ভট্টাচার্যকে রাজকীয় দান বলা হয়েছে। সোমবার রাতে মানিককে জেরা করে ইডি। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করায় রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

সেখানে গতকাল প্রথম রাত্রিযাপন মানিকের। গ্রেফতারির ধাক্কায় মানসিকভাবে বিপর্যস্ত তৃণমূল বিধায়ক। রাত্রিবেলা খাওয়া-দাওয়া করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল সারাদিন টেস্ট, আদালতে হাজিরায় শারীরিক এবং মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত মানিক ভট্টাচার্য। ক্লান্তি থাকলেও ঘুমোতে পারেননি সারারাত। মনে করা হচ্ছে বুধবার সকাল থেকে ফের তদন্তের মুখে পড়তে হবে তাঁকে।

শেয়ার করতে:

You cannot copy content of this page