ধুমধাম করে অনুষ্ঠিত হলো ডেঞ্জার ডান্স একাডেমি’র অ্যানুয়াল শো
ধুমধাম করে অনুষ্ঠিত হলো ডেঞ্জার ডান্স একাডেমি’র অ্যানুয়াল শো
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্ক: খুব ধুমধাম করে বরাহনগর রবীন্দ্রসদনে আয়োজিত হলো ডেঞ্জার ডান্স একাডেমি’র অ্যানুয়াল শো। সূর্যকান্ত বাগচী, যিনি এই ডান্স একাডেমির কর্ণধার। জানালেন ‘অনেকটা পরীশ্রম করে আজ এই ডান্স অ্যাকাডেমি’র স্বপ্নটা পূরণ করতে পেরেছেন। এখানে যারা শিখতে আসে, তারা অনেক প্রতিভাবান, আমি শুধু তাদের গড়েপিটে আরও একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
এদিন অনুষ্ঠান শুরু হয় প্রদীপ জ্বালিয়ে। সকল ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের মিলিত এক ফ্যাশন প্যারেডে, সকলেই অনন্যভাবে নিজের প্রতিভার উন্মোচন ঘটিয়েছেন। শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন খোদ সূর্য স্যার। এরপর একে একে গ্রুপ ডান্স, একক নৃত্য পরিবেশনায় ডেঞ্জার ডান্স একাডেমির (Danger Dance Academy)সকল ছাত্রীই এক একজন রত্ন। এর পাশাপাশি নৃত্য পরিবেশনায় ছিলেন প্রাক্তনী ও শিক্ষকেরাও। যারা তাদের নাচের মধ্য দিয়ে দর্শকদের হাততালি কুড়িয়েছেন।
অনুষ্ঠানের চমক হিসেবে এদিন উপস্থিত ছিলেন ম্যাজিশিয়ান অরিন্দম (Magician Arindam), যিনি তার ম্যাজিক পারফর্মেন্স এ মাতিয়ে দিলেন দর্শকদের। জানালেন, ‘ডান্সের সঙ্গে ম্যাজিকের এক নতুন উদ্যোগের কথা। ভবিষ্যতে যাতে আরও অনেকে ম্যাজিক এবং নাচ দুটোকেই একসঙ্গে ভাবতে পারে এবং সেই নিয়ে আরও নতুন সৃষ্টি হয়, এতে সকলেই শিল্পের এক অন্য মাত্রা উপহার পাবেন এও জানালেন তিনি।’
শো শেষে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করে আবারও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন ছাত্র ছাত্রীদের সকলের প্রিয় সূর্য স্যার।