ট্রেনের ছাদে অ্যাকশন! বাদশাহী মেজাজে এন্ট্রি বাদশাহ’র
তৃতীয়পক্ষ ওয়েব- ‘নাম তো শুনা হোগা মেরি জান’ হ্যাঁ, তুফান এসে গিয়েছে! শাহরুখ খানের নতুন বিজ্ঞাপনী ভিডিও দেখে এমনটাই বলছেন নেটাগরিকরা। ট্রেনের ছাদে অ্যাকশন দৃশ্যের একটি ভিডিও শেয়ার করে দূর্দান্ত চমক দিয়েছেন কিং খান। এক নামী কোম্পানীর বিজ্ঞাপনের ভিডিও হলেও এই নিয়েই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সম্প্রতি একটি জনপ্রিয় ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন শাহরুখ। পনিটেল বাঁধা লম্বা চুল, কালো শার্ট, প্যান্ট, ব্লেজারে বাদশাহকে দেখে মুখ হাঁ হয়ে গিয়েছে অনুরাগীদের। উপরি পাওনা হিসেবে ট্রেনের ছাদে, কামরার মধ্যে ধামাকেদার অ্যাকশন! অনেকদিন বাদে শাহরুখকে পরিচিত লুকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
এসআরকে ভক্তরা লিখেছেন, ‘কিং আবার ফিরছেন রাজত্ব করার জন্য’। আরেকজন লিখেছেন, ‘তুফান এসে গিয়েছে!’ কেউ বলছেন, শাহরুখের নতুন বিজ্ঞাপনটা দেখেই সোশ্যাল মিডিয়ায় এত উত্তেজনা। ‘পাঠান’ এর ট্রেলার দেখে কী হবে তা বলার অপেক্ষা রাখে না।