১৪৭ বলে ২০০ রান! ইতিহাস যখন তৈরি হয়

তৃতীয়পক্ষ ওয়েব- ভারতীয় ক্রিকেটে আজকের দিনটা বেশ মনে রাখার মতো। কারণ আজ ২৪শে ফেব্রুয়ারি, শচীন তেন্ডুলকরের গড়ে তোলা ঐতিহাসিক দিন। ২০১০ সালের এই তারিখেই কিংবদন্তী ক্রিকেটার শচিন তেন্ডলকর আন্তর্জাতিক ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন। গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী বোলারদের আক্রমণের সামনে গড়েছিলেন এই রেকর্ড। একই সময় পাকিস্তানের সাঈদ আনোয়ারের একদিনের ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডও ভেঙেছিলেন শচীন।

সেদিন শচীন তেন্ডুলকর ১৪৭ বলে রান করেছিলেন ২০০। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেকেন্ড ওয়ান ডে ম্যাচে রেকর্ড গড়েছিলেন শচীন। শচিনের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে ভারত ৫০ ওভারে ৪০১ রানের স্কোর করেছিল। অন্যদিকে এরপর ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে গুটিয়ে যায়। ভারতীয় দল ১৫৩ রানে ম্যাচ জিতে হোম ওয়ান ডে সিরিজে ২-০ তে লিড নিতে সফল হয়েছিল। ভারতের হয়ে পেসার শ্রীসান্থ ৩টি উইকেট নেন এবং আশিস নেহরা, রবীন্দ্র জাদেজা ও ইউসুফ পাঠান নেন ২টি করে উইকেট। স্বাভাবিকভাবেই শচিন তার ঐতিহাসিক ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

এই অবিস্মরণীয় ইনিংসের পর বলেছিলেন, ‘আমি এই দ্বিশতরানটি সেই সমস্ত ভারতীয়দের উৎসর্গ করছি, যারা গত ২০ বছর ধরে প্রতিটি উত্থান-পতনে আমাকে সমর্থন করেছে। আমি যখন ১৫০ রানে পেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে আমি দ্বিশতরান করতে পারব’।

শচীনের পর ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বীরেন্দ্র সেহবাগও পরবর্তীতে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বেশি ৩ বার ডাবল সেঞ্চুরি রেকর্ড রয়েছে রোহিত শর্মার। তবে কোনওবারই তাকে শচিনের সময়ের দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে খেলতে হয়নি।

শেয়ার করতে:

You cannot copy content of this page