2023

বাবা ভাঙ্গার ‘২৩ সালের ভবিষ্যদ্বাণী

তৃতীয়পক্ষ ওয়েব :- পিনাকী চৌধুরী।। ভাঙ্গেলিয়া প্যান্ডেবা গুশ্তেরোভা ওরফে বাবা ভাঙ্গা ১৯১১ সালে বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এই রহস্যময় মহিলা কিন্তু মাত্র বারো বছর বয়সে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তাঁর দৃষ্টিশক্তি হারান । কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী অনেকেই অভ্রান্ত মনে করেন।  অতীতের উদাহরণ হিসেবে যুবরাণী ডায়নার মৃত্যু, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো হয়ে যাওয়ার কথা অনেকেই স্বীকার করেন। এছাড়াও এই ২০২২ সালে অষ্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যার  বিষয়েও নাকি মিলে গিয়েছিল তাঁর ভবিষ্যদ্বাণী।

আর কিছু দিন পরেই শুরু হতে চলেছে নতুন একটি বছর ২০২৩ । কিন্তু  নতুন বছরটি সম্পর্কে কি   বলে গিয়েছিলেন বাবা ভাঙ্গা ?  ২০২৩ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। কোনো দেশ হয়তো জৈবিক অস্ত্র প্রয়োগ করতে পারে। প্রসঙ্গত, ‘২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কিন্তু এখনও সমাপ্ত হয় নি ।   আগামী বছর অর্থাৎ ‘২৩ সালে  সারা পৃথিবী যখন আঁধারের চাদরে ঢাকা পড়বে, ঠিক তখনই ভিনগ্রহের প্রাণীরা আক্রমণ করতে পারে। বিস্তর প্রাণহানি ঘটতে পারে। তিনি আরও বলে গিয়েছিলেন ‘২৩ সালে ভয়ঙ্কর সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে। ফলস্বরূপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন সাধিত হতে পারে। এছাড়াও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, পরীক্ষাগারে মানবশিশুর জন্ম হতে পারে আগামী বছর। আর মানবশিশুর ত্বকের রং, শারীরিক গঠন হবে পূর্ব নির্ধারিত।

এছাড়াও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী হিসেবে এশিয়ায় পারমাণবিক বিস্ফোরণ ঘটতে পারে, আর সমগ্র এশিয়ায় বিষাক্ত ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়তে পারে। এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগামী বছর পৃথিবীর তাপমাত্রার হেরফেরের দরুণ খাদ্যের আশায় ভারতে পঙ্গপাল আক্রমণ করতে পারে। যার ফলে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ভারতে । বস্তুতঃ বাবা ভাঙ্গার করে যাওয়া ভবিষ্যদ্বাণী এখন সারা বিশ্বেই রীতিমতো চর্চার বিষয়।।

শেয়ার করতে:

You cannot copy content of this page