messi

বিশ্বের এই শহরে কেউ মেসির নামে বাচ্চার নাম রাখতে পারে না

তৃতীয়পক্ষ ওয়েব- ফুটবলের সম্রাট তিনি। জিতে ফেলেছেন বিশ্বের সবচেয়ে বড়ো খেতাব বিশ্বকাপ। এই সময়ে জন্মানো অনেকেই তাঁদের বাচ্চার নাম রাখতে চান মেসি। বিশ্বের সব শহর রাখতে পারলেও এই নাম এই শহরটির কেউ রাখতে পারেন না। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান করে বিশ্বকাপ জিতেছে মেসি, মারাদোনার দেশ আর্জেন্টিনা। মেসির হাত ধরেই আসে এত বড়ো সাফল্য। সমগ্র আর্জেন্টাইনবাসীর কাছে মেসি তাই মসিহার চেয়ে কম নন।

সম্প্রতি ঘটে যাওয়া কাতার ওয়ার্ল্ড কাপে মেসির গোল সংখ্যা ৮টি। বিশ্বকাপে তার খেলা ম্যাচের সংখ্যা ২৬টি। যা রেকর্ডও বটে।

তবে কেন এই শহরে মেসির নামে নাম রাখা হয় না জানলে অবাক হবেন। আর্জেন্টিনার শহর রোজারিওতেই জন্ম নিয়েছিলেন মেসি। যখন তার বয়স ১৩ বছর, তখন স্পেনে পাড়ি জমান তিনি। এরপর ট্রেনিং নেন বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে। আর তাই মেসির জন্ম যেই শহরে, অর্থাৎ রোজারিওতে কোনও বাচ্চার নাম মেসি রাখার অনুমতি নেই।

২০১৪ সাল নাগাদ এই নিয়মের কথা প্রথম জানতে পেরেছিল বিশ্ববাসী। শহরবাসীর কথায় রোজারিওতে একটাই মাত্র মেসি। তিনি হলেন লিওনেল মেসি। আর তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শহরটিতে।

শেয়ার করতে:

You cannot copy content of this page