সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘বঙ্গ পুরুষ সম্মান’, সম্মানিত হলেন বিশিষ্ট ব্যক্তিরা
সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘বঙ্গ পুরুষ সম্মান’, সম্মানিত হলেন বিশিষ্ট ব্যক্তিরা
তৃতীয়পক্ষ: সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বঙ্গ পুরুষ সম্মান। কলকাতার আইসিসিআর অর্থাৎ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম একটি অনুষ্ঠান, যেখানে পুরুষ মানুষকে তার নিজ গুণ, নিজ কাজের জন্য সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছিল রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং কলকাতার বিশিষ্ট গুণীজনেরা (কলকাতা ইন্টেলেকচুয়াল ফোরাম) বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, জাদুকর জুনিয়র পিসি সরকার, যোগেন চৌধুরী, গায়ক সিধু,শ্রীকান্ত আচার্য্য,সুজয় বিশ্বাস, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়,অনুপম হালদার সহ অন্যান্যদের।
এছাড়া সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার কর্মী বুম্বা মুখার্জি। এর আগেও বুম্বা মুখার্জিকে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ, ব্রাজিল থেকে আন্তর্জাতিক সম্মান উনি পেয়েছেন। এবার নতুন করে তার মুকুটে পালক যুক্ত হলো বঙ্গ পুরুষ সন্মান পুরস্কার প্রাপ্তি।
সেরা নাট্যব্যক্তিত্ব ভিভাগ থেকে ‘বঙ্গ পুরুষ সম্মান’ পেলেন স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। পুরস্কার হাতে তুলে দিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।
বাংলার মোট ২১ জন বিশিষ্ট বিখ্যাত কিংবদন্তী পুরুষকে সেদিন বঙ্গ পুরুষ সম্মান ২০২৪ প্রথম সংস্করণ সম্মানে ভূষিত করা হয় এদিন। বিশিষ্ট লেখক, মনোবিজ্ঞানী, চিত্রশিল্পী, ফটোগ্রাফার এবং জনহিতৈষী ব্যক্তিত্ব ড. নীল সেনগুপ্ত রেডওয়াইন এন্টারটেইনমেন্ট কর্তৃক আজীবন সম্মাননা বঙ্গ পুরুষ সম্মানে ভূষিত হয়েছেন।
ছবি এবং তথ্য- স্বাতী চৌধুরী, DRADIX