সামনেই রয়েছে পরীক্ষা! জেনে নিন এই টিপসগুলি

পরীক্ষা অনেক ঠান্ডা মাথার শিক্ষার্থীর উপরও চাপ ফেলতে পারে। কিন্তু অনেক অল্প প্রস্তুতি এবং সময়সূচী নিয়ে একটি উন্নত পরিকল্পনা আপনার এই চাপ কমিয়ে প্রত্যাশিত নম্বর এনে দিতে পারে।

কিছু টিপস

দিনের যে সময়টায় আপনার কাজ ভালো হয় সে সময়ের জন্য রিভিসনের কাজটি রেখে দিন। যেমন আপনি যদি সকালে ভালো অনুভব করেন তাহলে  বেশিরভাগ পড়া সকালেই শেষ করে রাখুন।

  1. যে পরীক্ষা যতো বেশি নাম্বার দেবে তাকে বেশী গুরুত্ব দিন
  2. প্রায় বিরতি নিন মন সতেজ রাখার জন্য
  3. পড়াশোনার জন্য বিভিন্ন ধরণের মাধ্যম ব্যবহার করুন যেমন বই, অডিও গাইড এবং ভিডিও সারাংশ
  4. পড়ালেখার নোটে বিশেষ পয়েন্টগুলো দাগিয়ে রাখুন
  5. পরিবার বা বন্ধুদের বলুন আপনাকে পড়া জিজ্ঞেস করতে
  6. আগের পরীক্ষা পত্র দেখে নিন যেন পরীক্ষা সম্বন্ধে একটি ধারণা পেয়ে যান
  7. পরিবার ও বন্ধুদের সাথে কাটানোর জন্য সময় বের করুন

পরীক্ষার দ্রুত টিপস-

আপনাকেএই দিনটির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। স্নায়বিক চাপে ভুগলে আতঙ্কিত হবেন না, এটা খুবই স্বাভাবিক। কিছু নিয়ম মেনে চলুন শান্ত থাকার জন্য এবং ভালো ফলাফলের জন্য

  1. শান্ত থাকুন এবং দীর্ঘশ্বাস নিন
  2. পরীক্ষায় লেখা শুরু করার আগে প্রশ্নপত্র পুরোটা পড়ে নিন
  3. সময় ভাগ করে নিন
  4. কোন জায়গায় আটকে গেলে পরবর্তী প্রশ্নে চলে যান
  5. প্রশ্ন ভালোভাবে পড়ুন এবং সতর্কতার সাথে সবগুলো উত্তর লিখুন
  6. পরীক্ষা দেওয়ার সময় মাঝে মাঝের জল খান
  7. আগে ভাগেই পরীক্ষা শেষ হয়ে গেলে সব উত্তর গুলো আরেকবার দেখে নিন

লিখিত উত্তরের জন্য আপনার উত্তরকে প্রথম, মধ্যম এবং শেষ ভাগে ভাগ করে নিন। প্রথম অংশে সূচনা, মধ্যম অংশে তূলনামূলক বর্ণনা এবং নির্দিষ্ট শব্দ সংখ্যার ৭৫ ভাগ লিখে ফেলুন। এবং শেষ অংশে একটি উপসংহার লিখুন।

শেয়ার করতে:

You cannot copy content of this page