আজ সন্ধ্যায় ঢাকে কাঠি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের

তৃতীয়পক্ষ ওয়েব- মঙ্গলবার সন্ধ্যায় ঢাকে কাঠি পড়ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। আপাতত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ। আজ থেকেই আসতে শুরু করবেন অভ্যাগতরা। দেশের প্রথম সারির সব শিল্প সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে হাজির থাকবেন। বুধবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন। এখন সকলের নজর রয়েছে তাজপুর, হাওড়া, ডেউচা-পাচামি, পানাগড়, খড়গপুরের দিকে।

সূত্রের খবর অনুযায়ী, বেলুড়ে তৈরি হতে চলেছে লজিস্টিক হাব৷ যেখানে আদানি গোষ্ঠী এই হাব তৈরি করবে। এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে সূত্রের খবর। বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এই জমি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বহু মানুষের কর্মসংস্থান হবে এই হাব তৈরি হলে। রাজ্য সরকার এই জমিতে দীর্ঘদিন ধরেই শিল্প পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল।

বর্তমানে এই জমি রাজ্য শিল্পোন্নয়ন দফতরের হাতে রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে সূত্রের খবর। ভৌগোলিক অবস্থান এবং রেল পথ ব্যবহারের সুবিধা থাকার দরুন এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। এছাড়া রয়েছে হাওড়া টার্মিনাল স্টেশন। এছাড়া বেলুড় বা লিলুয়া শেড ব্যবহার করা যাবে এবং গঙ্গা বা হুগলি নদী দিয়ে জলপথে পণ্য পরিবহণ করা যাবে। এ ছাড়াও অবশ্যই রয়েছে সড়কপথ ব্যবহারের সুবিধা৷

অন্যদিকে আগামী দিনে অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডর তৈরি হয়ে গেলে যে কোনও শিল্প সংস্থা এর সুবিধা পাবে। যারা শিল্প তালুক গড়ে তুলতে চায়, তারা তাজপুর বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে বলে সূত্র অনুসারে খবর। যার ফলে আগামী দিনে এই লজিস্টিক হাবের গুরুত্ব বৃদ্ধি হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page