নামকরণ করলেই মাসে মিলবে কয়েক লাখ টাকা!
তৃতীয়পক্ষ ওয়েব- এই পরিবর্তনের যুগে সবকিছুই পরিবর্তনশীল। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকা দরকার। আর এক্ষেত্রে প্রতিটা বাবা মা’ই চান তাঁদের সন্তানের এক দারুণ পরিচয় হোক, নাম হোক সুন্দর। আর তাই বহুল প্রচলিত নামের পরিবর্তে একটু অন্যরকম নামকরণের মাধ্যমে সন্তানদের চিহ্নিত করতে চান অনেকেই।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনেকেই অনুরোধ করতেন তাঁদের সন্তানের নামকরণের জন্য। তবে, বিশ্বকবি অনুরোধের জেরে নামকরণ করলেও এই কাজকেই একপ্রকার ব্যবসা বানিয়ে নিয়েছেন এক যুবক। আর সেই ঘটনাই প্রকাশ্যে আসার পর রীতিমত অবাক সকলেই।
বাবা-মায়েরা চান বিভিন্ন জিনিসকে মাথায় রেখে তাঁদের সন্তানের নামকরণ হোক। কিন্তু, সেই সঠিক নাম খুঁজতে রীতিমত কালঘাম ছুটে যায় তাঁদের। তবে, এবার সেই সমস্যাকেই দূর করতে সন্তানের সঠিক নামকরণ করে দিচ্ছেন নিউ ইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে।
এর পাশাপাশি, এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সি টেলর। জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে তিনি তাঁর এই ব্যবসা শুরু করেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর পেশার কথা জানালেও ২০১৮ সাল থেকে টেলর ব্যবসা বাড়াতে থাকেন। সাধারণত, সন্তানসম্ভবা ধনী দম্পতিরা টেলরের কাছে তাঁদের ভাবী সন্তানের নামকরণের উদ্দেশ্যে আসেন।
নামকরণের আগে ওই দম্পতিকে টেলর বিভিন্ন প্রশ্ন করেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই সন্তানদের নামকরণ করে তিনি। এছাড়া পারিবারিক ব্যবসার ধরণের ওপর নির্ভর করেও নবজাতকের নামকরণ করেন টেলর। আর এই নামকরণের জন্য মোটা টাকা গুণতে হয় বাবা-মাকেও। টেলর প্রতিটি নাম নির্ধারণের জন্য কম পক্ষে দেড় হাজার আমেরিকান ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৭.৬ লক্ষ টাকা অবধি পারিশ্রমিক নেন।
তবে এখনও এমন হয়নি যে তার দেওয়া নাম নিয়ে কেউ সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, ‘নাম শুধু আমাদের পরিচয় বহন করে না। নামের মাধ্যমেই ফুটে আসে নিজেদের ব্যক্তিত্ব, পরিবারের সংস্কার এবং অনেক কিছুই’।