Tista: তিস্তায় ভেসে আসা মর্টার শেল কুড়িয়ে আনতেই বিস্ফোরণ, মৃত ১

তৃতীয়পক্ষ ওয়েবঃ জলপাইগুড়িতে মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গায় এই ঘটনাটি ঘটেছে। মৃত বাচ্চার নাম আইনুর আলম (৭)।

স্থানীয় সূত্রে খবর, তিস্তায় (Tista) হড়পা বানে সেনার মর্টার শেল ভেসে এসেছিল। আইনুরদের পরিবারের এক সদস্য নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। মর্টার শেলটি (Morter shell)পরিষ্কার করে খেলছিলেন আইনুর সহ বাড়িরই আরও কয়েকজন। আর সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে আইনুরের। আহত হয়েছেন আরও ৫ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত, বুধবার তিস্তার হড়পায় বারদাংয়ে সেনা ছাউনি ভেসে যায়। সেনা জওয়ানদের পাশাপাশি জলের তোড়ে ভেসে যায় অস্ত্র, গোলাবারুদ। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়িতে তিস্তা নদী থেকে দুই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page