Nobel Peace Prize 2023: ৩১ বছর জেলবন্দি, নোবেল শান্তি পুরস্কার নার্গিসকে

Nobel Peace Prize 2023: ৩১ বছর জেলবন্দি, নোবেল শান্তি পুরস্কার নার্গিসকে

তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মহম্মাদি (Narges Mohammadi)নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) পেলেন। ইরানে মহিলাদের দমিয়ে রাখার বিরুদ্ধে সরব হওয়ার জন্য পুরস্কার পেলেন নার্গিস মহম্মাদি। ইরানের প্রতিটি নাগরিকের সমান স্বাধীনতার জন্য তাঁর লড়াই চলছে দীর্ঘদিনের।

মানবাধিকারের জন্য লড়াই করার জন্য নার্গিসকে ১৩ বার গ্রেফতার হতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি। ৩১ বছর ধরে কারাগারে বন্দি নার্গিস। একের পর এক অভিযোগ তাঁর বিরুদ্ধে। প্রায় স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে তেহরানের এভিন কারাগার। নার্গিসের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ইরানের সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

প্রসঙ্গত, মানবাধিকারকর্মী শিরিন এবাদির স্বেচ্ছাসেবী সংস্থা ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস-এর ডেপুটি হেড হলেন নার্গিস মহম্মাদি।

শেয়ার করতে:

You cannot copy content of this page